স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে ব্যাপক বিক্ষোভ সমাবেশ পালন করেছে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে যুক্তরাজ্য বিএনপি এই সমাবেশের আয়োজন করে। বিক্ষোভে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশ থেকে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বলেন, সরকার ভীত হয়ে এবং তারেক রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচার করছে। তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে অবৈধ আওয়ামী সরকার আদালতকে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির করাচ্ছে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারী কয়সর এম আহমেদের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মন্জুর হাসান পল্টু, লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম, বিএনপি নেতা সাইফ উল্লাহ, মোঃ মাহবুবুল আলম, যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবক দলের মোঃ রাকিব হাসান, মোহাম্মাদ সাদিকুর রহমান, মোঃ আব্দুস সামাদ, মোঃ ফরহাদ হোসাইন, মোঃ ফয়েজ উল্লাহ, আব্দুল কাদের জিলানী, মোঃ সালাহ উদ্দিন, মোঃ রাসেল মাহমুদ, মোঃ বেলাল হোসাইন পাশা, মোঃ সেলিম রেজা, মোঃ সাকোয়াত হোসেন, ইমামুল আরাফাত হিমেল, মোঃ আল আমিন, মোঃ মিজানুর রহমান ফরমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আশিকুল ইসলাম, মোহাম্মেদ আরিফ হোসাইন, রুবেল আহমেদ, সাবেক শিবির নেতা নাওশিন মোস্তারী মিয়া সাহেব, কাজী মোহাম্মদ নুরুজ্জামান, মোঃ আল আমীন, মাছউদুল হাসান, আলী হুসাইন, মোহাম্মাদ ওমর ফারুক, জাকির হোসেন, সামিউজ্জামান সিদ্দিকী, যুবদল নেতা আব্দুল আলীম,এ এ ওয়াহিদুল ইসলাম,শরীফ মোহাম্মদ করিম, সাইফুল ইসলাম,শাহাদ আলম, মাসুদ রানা, মোজাহিদ আলী, জাকির হোসেন, মোঃ শহীদ সরোয়ার, নজরুল ইসলাম, শেখ কামরুজ্জামান, ইমরান হোসাইন, মোহাম্মদ সাব্বির উল্লাহ, মোহাম্মদ লুৎফুল আরেফিন, আব্দুল গাফ্ফার খান, মোঃ কবির উদ্দিন, ইস্ট লন্ডন বিএনপি নেতা মোঃ হাসনাইন,আব্দুল আলীম, মোঃ তানজিল ইসলাম, আল নাহিয়ান বিন মুরাদ, মোহাম্মদ রিফাত মাহমুদ ভূঁইয়া, সালমান সাদী, মোঃ হাসান মোরশেদ, সৈয়দ তারেক আহমদ, মো: আব্দুল মুকিত রাজিব, সাদিয়া কিবরিয়া, হাবিবুর রহমান, মুহাম্মদ মুজাহিদ খালেদ (পাভেল), জামাল মিঞা, এম এ শামীম, কাজী ফয়সল আহমেদ, সায়েম আহমদ, দোলায়ার হোসাইন, তানবিন আহমেদ, মোহাম্মদ তারেক ইকবাল, দেলোয়ার হোসাইন, আলী শাহজাদা প্রমূখ।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গত ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়না প্রাপ্ত আরেক আসামি হলেন, বেসরকারী টেলিভিশন ইটিভি‘র চাকরিচ্যুত সাংবাদিক মাহথির ফারুকী খান। মামলার চার্জশিটভুক্ত অন্য আসামি একুশে টেলিভিশন সাবেক চেয়ারম্যান আবদুস সালাম কারাগারে আছেন। একই টেলিভিশনের চাকরিচ্যুত সাংবাদিক কনক সারোয়ার এ মামলায় জামিনে আছেন।
গত ৬ সেপ্টেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এমদাদুল হক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম ও একুশে (ইটিভি) টেলিভিশনের চাকরিচ্যুত সাংবাদিক কনক সারোয়ারসহ মোট চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বলা হয়, গত বছরের ৪ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান প্রায় ৫০ মিনিট ধরে বক্তব্য দেন। তার ওই দীর্ঘ বক্তব্য একুশে টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। এই বক্তব্যে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য রাখেন তারেক রহমান। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ নিয়েও তিনি বিভ্রান্তিকর বক্তব্য দেন।
এসবের প্রেক্ষিতে সরকার বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে