এশিয়ান বাংলা ডেস্ক : পশ্চিমা দেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল রাশিয়া। পোল্যান্ড ও সুইডেনসহ কয়েকটি দেশের কূটনীতিককে বহিস্কার করেছে মস্কো। এছাড়া গতকাল শুক্রবার যুক্তরাজ্যসহ কিছু দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়। ক্রেমলিন বলছে, কূটনীতিক বহিষ্কারে তাদের বাধ্য করা হচ্ছে। খবর রয়টার্স ও সিএনএনের
পোলান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের চার কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। আগামী ৭ এপ্রিলের মধ্যে রাশিয়া ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল পোল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করে চারজনের একটি তালিকা দেয় রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এক কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। ইতালির পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, মস্কো তাদের দুই কূটনীতিককে আগামী এক সপ্তাহের মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফিনল্যান্ড জানিয়েছে, তাদের এক কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া। এর আগে এসব দেশ যুক্তরাজ্যকে সমর্থন করে রাশিয়ার একই সংখ্যক কূটনীতিককে বহিষ্কার করেছিল।
শুক্রবার মস্কোর পররাষ্ট্রমন্ত্রণালয় জার্মানি, ফ্রান্স, ইতালি, পোলান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, ইউক্রেন, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং চেক রিপাবলিকের রাষ্ট্রদূতকে তলব করে। এসব রাষ্ট্রদূতের গাড়ি রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা গেছে এবং তাদের অনেককে ত্যাগ করতেও দেখা গেছে। জার্মান রাষ্ট্রদূত রুডিগার ভন ফ্রিতস বলেন, যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালও তার মেয়ের ওপর রাসায়নিক বিষ প্রয়োগ নিয়ে রাশিয়ার প্রশ্ন আছে। তবে বার্লিন তাদের সঙ্গে খোলামেলা আলোচনায় রাজি। বৃহস্পতিবার ৬০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া এবং একটি কনস্যুলেট বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া পাল্টা পদক্ষেপ নিতে পারে। কিন্তু যেভাবে রাশিয়া কূটনীতিকদের তালিকা করেছে তাতে মনে হয় রাশিয়া কূটনৈতিক সম্পর্ক চায় না। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা যুক্তরাষ্ট্রসহ কারো সঙ্গে কূটনৈতিক বিবাদে জড়াতে চাই না। আমাদের বাধ্য করা হয়েছে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন গতকাল নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে পশ্চিমা দেশের পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।