এশিয়ান বাংলা ডেস্ক : সকালবেলায় অস্ট্রেলিয়া থেকে এল সুখবর। কমনওয়েলথ গেমসের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি। ফাইনালে ২২৪.৬ স্কোর করে পদকটি জেতেন। ২২৫.১ স্কোর করে একই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেন স্যাম্পসন।
এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতেছিলেন বাকি।