asianbangla.com

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত

    October 18, 2024

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন

    October 1, 2024

    আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা

    August 20, 2024
    Facebook Twitter Instagram
    Trending
    • রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
    • দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
    • আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
    • করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
    • ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল 
    • লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
    • লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
    • বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে
    Facebook Twitter Instagram
    asianbangla.comasianbangla.com
    Demo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বিশ্ব
    • রাজনীতি
    • অর্থনীতি
    • কূটনীতি
    • খেলা
    • প্রযুক্তি
    • সংস্কৃতি
    • উচ্চশিক্ষা
    • প্রবাস
    • মানবাধিকার
    • মতামত
    • সারা বাংলা
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • রাজশাহী
      • খুলনা
      • বরিশাল
      • ময়মনসিংহ
      • রংপুর
      • সিলেট
    asianbangla.com
    Home»ব্রেকিং নিউজ»হাসপাতালে খালেদা জিয়ার দুই ঘণ্টা ১০ মিনিট
    ব্রেকিং নিউজ

    হাসপাতালে খালেদা জিয়ার দুই ঘণ্টা ১০ মিনিট

    By এশিয়ান বাংলাApril 8, 2018No Comments0 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    এশিয়ান বাংলা, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ ৫৯ দিন পর কারাগারের বাইরে মুক্ত আলো-বাতাসে আসার সুযোগ পেলেন। শনিবার সকাল ১১টা ২০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা করতে কারারক্ষীদের পাহারায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট ছিলেন তিনি। এই সময়ে দলের নেতাকর্মীদের দেখা পেয়েছেন। দেখা হয়েছে তার ছোট ছেলের বউ ও নাতনিদের সঙ্গেও।

    প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানার আদেশ দেন আদালত। ওই দিনই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ ৫৯ দিন টানা কারাগারে থাকার পর কারারক্ষীদের পাহারায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনা হয়।

    দীর্ঘদিন পর নেত্রীকে দেখার সুযোগ পেতে সকাল থেকেই হাসপাতালের আশপাশে অবস্থান নেন বিএনপিসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কয়েকশ নেতাকর্মী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় চলে যেতে হয় তাদের। তবে ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে খালেদা জিয়ার।

    এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘আজ আমাদের নেত্রীকে দেখতে পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত। আমরা তার মুক্তি চাই। সম্পূর্ণ অবৈধভাবে তাকে আটকে রাখা হয়েছে।’

    বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার হাসপাতাল আসাকে ‘জোর করে আনা হয়েছে’ বলা হলেও ক্ষমতাসীনরা জানিয়েছেন, ‘জেলকোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

    প্রথমবারের মতো খালেদা জিয়াকে সাদা-কালো শাড়িতে সাদামাটা অবস্থায় দেখা গেছে। সাধারণত তিনি বাসভবনের বাইরে এলে রঙিন শাড়ি, রঙিন চাদর গায়ে জড়িয়ে রাখলেও শনিবার দেখা গেছে ভিন্ন পোশাকে।

    বিষয়টি নিয়ে কারা-কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া না গেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ‘একজন মুসলিম ধর্মপ্রাণ নারী হিসেবে ৩০/৩২ বছর ধরে তিনি শাড়ির ওপরে চাদর অথবা ওড়না পরিধান করেন। এ সরকার এত হীন যে, একজন বয়স্ক নারী, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে চাদর অথবা ওড়না পরার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। তাকে একরকম জোর করেই গাড়িতে তুলে হাসপাতালে আনা হয়েছে।’

    রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার (৭ এপ্রিল) হাসপাতালে আনার সময় সম্পূর্ণ অপ্রস্তুতভাবে আনা হয়েছে। কারাগারে তার কক্ষের কাছে গিয়ে বারবার তাগিদ দিতে থাকেন কর্মকর্তাসহ ৭/৮ জন কারারক্ষী।’

    শনিবার বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী পাজেরো গাড়িটি হাসপাতালের গেটের সামনে এলে বিএনপির নেতাকর্মীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর হাসপাতালের ভেতরের কেবিন ব্লকের সামনে গিয়ে থামে গাড়িটি। তখন তাকে স্বাগত জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। সেখানে তার জন্য আনা হয় একটি হুইল চেয়ার। কিন্তু তিনি হুইল চেয়ার ব্যবহার না করে পায়ে হেঁটে লিফটে দিকে যেতে যেতে উপস্থিত সাংবাদিকদের অনুরোধে হাসিমুখে ছবি তোলার সুযোগ করে দেন। এরপর ওই ভবনের ৫ তলার ৫১২ নম্বর কেবিনে যান। সেখানে তিনি প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট অবস্থান করেন।

    খালেদা জিয়া হাসপাতালে আসার আগে থেকে সেখান অবস্থান করেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই নাতনি জাফিয়া ও জাহিয়া। তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাইলে উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ দেখা করতে পারবেন না। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কেবিনে খালেদা জিয়া তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএসএমএমইউ-এর কেবিন ব্লক থেকে এক্সরে পরীক্ষার জন্য রেডিওলজি ও ইমেজিং বিভাগে নেওয়ার পথে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার সুযোগ পান পুত্রবধূ ও দুই নাতনি। তারা খালেদার জিয়ার কুশল জিজ্ঞাসা করেছেন।’

    শায়রুল কবির আরও বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, একেএম আজিজুল হক, সিরাজউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াও কেবিন ব্লকে চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করেন।’

    বেলা ১২টা ৪০ মিনিটে আবার লিফটে করে নেমে পায়ে হেঁটে রেডিওলজি ও ইমেজিং বিভাগে যান খালেদা জিয়া। সেখানে প্রায় ১ ঘণ্টা তার বিভিন্ন এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম করানো হয়। এরপর বেলা ১টা ৪০ মিনিটে সেখান বাইরে এসে গাড়িতে ওঠার আগে হাসপাতালে অবস্থানরত নেতাকর্মী ও বিভিন্ন রোগী ও তাদের স্বজনদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। আবারও উপস্থিত সাংবাদিকরা অনুরোধ করলে হাত নাড়িয়ে ছবি তোলার সুযোগ দেন তিনি। বেলা ১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী গাড়িটি কারাগারের উদ্দেশে হাসপাতাল ত্যাগ করে।

    খালেদা জিয়া হাসপাতালে অবস্থানকালে বিএনপির বেশ কয়েকজন কর্মীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

    হাসপাতালে খালেদা জিয়ার অবস্থানকালে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, অধ্যাপক একেএম আজিজুল হক, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা ফজুলল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আফরোজা আব্বাস, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, তাবিথ আউয়াল, নজরুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম বাচ্চু, রফিকুল ইসলাম, ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তবে বরিশালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ থাকায় স্থায়ী কমিটির বাকি সদস্যরা আসতে পারেননি।

    বিভাগীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ অনেকেই যোগ দেন।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামীকাল রবিবার নাগাদ খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো পাওয়া যাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    এশিয়ান বাংলা

    Related Posts

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন

    October 1, 2024

    করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ

    July 9, 2024

    ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল 

    June 12, 2024

    Comments are closed.

    Demo
    Top Posts

    আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা

    August 20, 202493

    সেনা হত্যার মাধ্যমে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে শেখ হাসিনা

    March 1, 202466

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন

    October 1, 202441

    বাংলাদেশ নতুন নির্বাচনের দাবীতে লন্ডনে ইআরআইয়ের মানব বন্ধন

    February 19, 202437
    Don't Miss

    রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত

    By এশিয়ান বাংলাOctober 18, 20242

    স্টাফ রিপোর্টার  টাওয়ার হ্যামলেটসের জন্য ইস্ট লন্ডন ফাউন্ডেশন ট্রাস্টে (ইএলএফটি) তাদের পাবলিক গভর্নর হিসেবে রফিকুল…

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন

    October 1, 2024

    আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা

    August 20, 2024

    করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ

    July 9, 2024
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Facebook Twitter Instagram YouTube LinkedIn WhatsApp TikTok
    © 2025 AsianBangla. Designed by AsianBangla.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version