এশিয়ান বাংলা, ঢাকা : ব্যাংকের ঋণখেলাপিরা জাতির ভয়ঙ্কর ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভবিষ্যতে এই ঋণখেলাপিদের নামের তালিকা প্রকাশ করা হবে বলেও তিনি জানান। জাতীয় সংসদে বুধবার প্রশ্নোত্তর পর্বে ডা. রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। ফরাজী বলেন, ব্যাংক থেকে যারা ঋণ নেয়, সেই ঋণ নেয়ার সময় যে সম্পদ দেখায় তার চেয়ে কয়েকগুণ বেশি টাকা নিয়ে লুটপাট করে বিদেশে পাচার করে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং নাম প্রকাশ করার উদ্যোগ নেয়া হবে কি না?
জবাবে অর্থমন্ত্রী বলেন, যারা ঋণ নিয়ে ঋণখেলাপি হয়েছে তাদের বিরুদ্ধে যেটা করা হয়েছে, তার জন্য সংসদ সদস্যরাও সহযোগিতা করেছেন। এই ঋণখেলাপিদের তালিকা প্রস্তুত করার জন্য সংসদ সদস্যরা সহযোগিতা করেছেন। তিনি বলেন, ঋণখেলাপিরা জাতির ভয়ঙ্কর ক্ষতি করছেন। যে টাকাটা অন্যখানে বিনিয়োগ করা যেত, ঋণখেলাপিরা সে টাকা গুম করে দেন। এই ঋণখেলাপিদের নাম-ঠিকানা গণমাধ্যমে সময় সময় প্রকাশ করা হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, ঋণখেলাপিদের তালিকা কয়েক দফায় জাতীয় সংসদে প্রকাশ করেছি। এ বিষয়ে সংসদ সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন। সংসদ সদস্যরা লিস্ট দেখতে চেয়েছেন। আমি সেভাবে কয়েকবার ঋণখেলাপিদের নাম দিয়েছি। তবে তাদের নাম-ঠিকানা কাগজে (পত্রপত্রিকায়) প্রকাশের চিন্তা কখনও করিনি। বিষয়টি এখনও ভেবে দেখিনি। তবে নিশ্চয়ই করতে পারি। এই প্রস্তাবটি বিবেচনার উপযুক্ত বলে মনে করি। ভবিষ্যতে এটি বিবেচনা করা যেতে পারে। সময় সময় তাদের নাম প্রকাশ করা যেতে পারে।
মনিরুল ইসলামের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ফুল চাষের সহজ শর্তে ঋণের কথা আগে কখনও শুনিনি। যেহেতু এটা নিয়ে কথা হল দেখা যাক ফুলচাষীদের সহজ শর্তে ঋণ দিতে কী করা যায়। ভবিষ্যতে আমরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করব।
নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ শতকরা ৯ ভাগ সুদে অর্থায়ন করা হচ্ছে : মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ শতকরা ৯ ভাগ সুদে অর্থায়ন প্রদান করা হচ্ছে। তিনি বলেন, ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে ২৫ লাখ টাকা পর্যন্ত সহায়ক জামানতবিহীন ঋণ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
মুহিত বলেন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক থেকে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের বাৎসরিক সামগ্রিক ঋণ বিতরণের মধ্যে এসএমই খাতে ঋণ বিতরণ ২০১৭ সালে অনূ্যূন শতকরা ২০ ভাগ এবং প্রতিবছর তা কমপক্ষে শতকরা ১ ভাগ বৃদ্ধিসহ অন্যূন শতকরা ২৫ ভাগে উন্নীত করার নির্দেশনা দেয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অর্থায়নে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক থেকে পরিচালিত পুনঃঅর্থায়ন তহবিলের মাধ্যমে স্বল্প সুদে এ খাতে অর্থায়নকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের অর্থায়নের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে।
যানজটে সচিবালয় থেকে সংসদে আসতে আড়াই ঘণ্টা : কোটা সংস্কারের আন্দোলনের কারণে ঢাকা শহরজুড়েই তীব্র যানজট সৃষ্টি হয়। কার্যত দুপুর থেকে ঢাকা শহর স্থবির হয়ে পড়ে। সেই যানজটের কবলে পড়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সচিবালয় থেকে সংসদে আসতে সময় লেগেছে আড়াই ঘণ্টা। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তরের শুরুতেই ছিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রশ্নোত্তর। সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের তারকা চিহ্নিত প্রশ্ন ১৬৩ উত্থাপনের কথা থাকলেও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অর্থমন্ত্রী যানজটের কবলে পড়েছেন, তার আসতে একটু দেরি হচ্ছে। এখন অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর চলবে, অর্থমন্ত্রী এলে তখন তার প্রশ্নোত্তর শুরু হবে। পরে অর্থমন্ত্রী সংসদ অধিবেশনে এসেই বলেন, প্রথমেই আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমার সচিবালয় থেকে সংসদে আসতে আড়াই ঘণ্টা সময় লেগেছে।