এশিয়ান বাংলা ডেস্ক : গাজা উপত্যকা থেকে ইসরায়েল পর্যন্ত যাওয়া একটি গুরুত্বপূর্ণ সুড়ঙ্গ ইসরায়েলের সেনাবাহিনী ধ্বংস করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাস সুড়ঙ্গটি খুঁড়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল জোনাথন কনরিকাস। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া এলাকা থেকে এ সুড়ঙ্গ শুরু হয়েছে বলে জানান তিনি।
সুড়ঙ্গটি নাহাল ওজের দিকে ইসরায়েলের কয়েক মিটার অভ্যন্তর পর্যন্ত গেছে। তবে এ সুড়ঙ্গের কোনো নির্গমণ পথ নেই।
গাজার অভ্যন্তরেও সুড়ঙ্গটি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং অন্যান্য আরো সুড়ঙ্গের সঙ্গে সংযুক্ত। যেগুলো থেকে হামলা চালানো যেতে পারে বলে জানান মুখপাত্র কনরিকাস।
ইসরায়েলের এ সামরিক মুখপাত্র বলেন, গাজা যুদ্ধের সময় ২০১৪ সালে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছিল। ওই সময় ইসরায়েল ৩০ টিরও বেশি সুড়ঙ্গ ধ্বংস করেছিল।
হামলা চালানোর জন্য সুড়ঙ্গগুলো খোঁড়া হয়েছিল বলেই দাবি ইসরায়েলের। হামাসের খোঁড়া সব সুড়ঙ্গ ধ্বংস করতে ইসরায়েল অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করছে।
সবচেয়ে দীর্ঘ ও গভীর ওই সুড়ঙ্গটি এ সপ্তাহান্তেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন কনরিকাস। দীর্ঘ সময়ের জন্য সুড়ঙ্গটি অকেজো করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।