এশিয়ান বাংলা ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মধ্যাঞ্চল ১৪৩ রানেই পাঁচ উইকেট হারায়। আবদুর রাজ্জাকের বোলিং তোপে তখন জয়ের সম্ভাবনা জেগেছিল দক্ষিণাঞ্চলের। কিন্তু মধ্যাঞ্চল ১৫৮ রান করার পর দিনের খেলা শেষ হয়ে যায়। রাজশাহীতে বিসিএলের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ ড্র হয়। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত এগিয়েছিল দক্ষিণাঞ্চল। তবুও এই রাউন্ড থেকে পয়েন্ট বেশি পেল মধ্যাঞ্চল। পঞ্চম রাউন্ডে মধ্যাঞ্চল পেয়েছে ১০ পয়েন্ট, আর দক্ষিণাঞ্চল ছয়। আগেরদিন মিরপুরে পূর্বাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চল জয় পেয়ে শিরোপার আরও কাছে চলে গেছে। তাদের পয়েন্ট ৫৮। দক্ষিণাঞ্চলের ৪৪, পূর্বাঞ্চলের ৪০ ও মধ্যাঞ্চলের ৩৯। বিসিএলের শেষ রাউন্ডে বড় কিছু না হলে চ্যাম্পিয়ন হবে উত্তরাঞ্চল। শেষদিনে সেঞ্চুরি (১০২*) করেছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া দক্ষিণাঞ্চলের মোসাদ্দেক হোসেন।
তৃতীয়দিন শেষে দক্ষিণাঞ্চলের রান ছিল ছয় উইকেটে ৩৪৮। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটম্যান জিয়াউর রহমান ১৭ এবং মোসাদ্দেক ২২ রান নিয়ে চতুর্থদিন শুরু করেন। জিয়াউরকে শুরুতেই ফিরিয়ে দেন আবু হায়দার। জিয়া দ্রুত বিদায় নিলেও দীর্ঘদিন পর সেঞ্চুরি পেলেন মোসাদ্দেক। সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না তার। চোখের ইনজুরি থেকে সেরে ওঠার পর ঘরোয়া ক্রিকেটে রান পাচ্ছিলেন না। বাজে ফর্মের কারণে জাতীয় দলেও জায়গা হচ্ছে না মোসাদ্দেকের। চুক্তি থেকেও বাদ পড়েছেন। সেঞ্চুরি স্বস্তি দেবে তাকে। ১০ চার ও চার ছক্কায় ১০৭ বলে ১০২ রানে অপরাজিত থাকেন এই ডান-হাতি ব্যাটসম্যান। আট উইকেটে ৪৮৪ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলের জয়ের জন্য ৩৭৪ রানের লক্ষ্য দাঁড়ায়।
জবাবে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়েছিল মধ্যাঞ্চলের। ১১০ বলে ৬০ রানে অপরাজিত থাকেন আবদুল মজিদ। ৪৩ রান করেন ওপেনার সাইফ হাসান। তখনও দিনের খেলা কয়েক ওভার বাকি ছিল। কিন্তু দুই অধিনায়ক ড্র মেনে নেন। মধ্যাঞ্চলের রান তখন পাঁচ উইকেটে ১৫৮। তিনটি উইকেট নেন রাজ্জাক। এই রাউন্ডের প্রথম ইনিংসে লিড নেয়ার জন্য মধ্যাঞ্চল এক পয়েন্ট, ব্যাটিংয়ে তিন ও বোলিংয়ে তারা বোনাস পয়েন্ট পেয়েছে সমান তিন করে। ম্যাচ ড্র হওয়ায় দু’দলই তিন পয়েন্ট করে পেয়েছে। দক্ষিণাঞ্চল ব্যাটিংয়ে কোনো পয়েন্ট না পেলেও বোলিং থেকে পায় তিন পয়েন্ট।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল।
দক্ষিণাঞ্চল প্রথম
ইনিংস ১৯১/১০।
মধ্যাঞ্চল প্রথম
ইনিংস ৩০২/১০।
দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংস ৪৮৪/৮ ডিক্লেয়ার
(এনামুল হক ৪৫, তুষার ইমরান ৮৮, মোহাম্মদ মিঠুন ১১৮, মোসাদ্দেক হোসেন ১০২*, নাঈম হোসেন ৪৩। আবু
হায়দার ২/৮০, মোশাররফ হোসেন ৩/১১০, তানভির হায়দার ২/৮৫)।
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস ১৫৮/৫, ৫৫ ওভারে (সাইফ হাসান ৪৩, আবদুল মজিদ ৬০*, মোশাররফ হোসেন ১২*। আবদুর রাজ্জাক ৩/৭৩, কামরুল ইসলাম রাব্বি ১/৫৩)।
ফল : ম্যাচ ড্র।
ম্যান অব দ্য ম্যাচ : আবদুর রাজ্জাক (দক্ষিণাঞ্চল)।