এশিয়ান বাংলা ডেস্ক : চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে হরষিত বাহিনী। শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডার স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ৩-১ সেটে হারায় নেপালকে। প্রথম সেট ২৪-২৬ পয়েন্টে হেরেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয় থেকে চতুর্থ সেটের পয়েন্ট ছিল যথাক্রমে ২৫-১৮, ২৫-১৪ ও ২৫-২১।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।
২৬-২৪ পয়েন্টে নেপাল জিতে নেয় প্রথম সেট। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৫-৭ পয়েন্টে পিছিয়ে পড়লেও দুর্দান্ত খেলে ২৫-১৮ পয়েন্টে জিতে সমতা নিয়ে আসে লাল-সবুজের দল। তৃতীয় সেটের শুরু থেকেই ছিল বাংলাদেশের প্রাধান্য।
ব্লক এবং অ্যাটাকে নেপালকে বিধ্বস্ত
করে স্বাগতিকরা সহজেই ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় এই সেট। চতুর্থ সেটে অবশ্য ভালোই লড়াই হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি নেপাল। ২৫-২১ পয়েন্টে জেতে বাংলাদেশ। জয়ের পর উল্লসিত স্বাগতিক অধিনায়ক হরষিত বলে, ‘প্রথম সেটে কিছু ভুল বোঝাবুঝির কারণে হেরে গেছি আমরা। পরে কোচ আমাদের উজ্জীবিত করেছেন। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি বিভিন্ন দিক ধরিয়ে দেন। আত্মবিশ্বাস নিয়েই পরের তিন সেট জিতেছি। এখন সামনে মালদ্বীপ। দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই।’ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে উচ্ছ্বসিত বাংলাদেশের ইরানি কোচ আলীপোর আরজিও, ‘প্রথম ম্যাচে জয় গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। সামনের ম্যাচও জিততে হবে।’
আজকের খেলা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল
কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান
মালদ্বীপ ও নেপাল
(মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বেলা ৩টা ও বিকেল ৫টা)