এশিয়ান বাংলা, ঢাকা : বজ্রপাতে সুনামগঞ্জে পাঁচজনসহ দেশের বিভিন্ন স্থানে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে কৃষক ও নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া কুমিল্লায় এক, ময়মনসিংহের গৌরীপুরে দুই, বরিশালের আগৈলঝাড়ায় এক, হবিগঞ্জে এক, কিশোরগঞ্জের বাজিতপুরে এক এবং নেত্রকোনায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সুনামগঞ্জ : সুনামগঞ্জে মঙ্গলবার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, দিরাই ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাত হয়। এতে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁওয়ের হযরত আলীর স্ত্রী শাহানা বানু (৩৫), একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের ক্ষিরদরপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে সুরমা বেগম (২২), তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মুক্তুল হোসেনের ছেলে কৃষক নূর হোসেন (২২), দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুববন্ধ গ্রামের আরশাদ আলীর ছেলে ফেরদৌস (১২) এবং দিরাই উপজেলার ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মুসলিম উদ্দিনের (৭৫) মৃত্যু হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের খামারজানি গ্রামের কৃষক আবুল কাসেম (৬৫) মঙ্গলবার বজ্রপাতে মারা যান। এ ছাড়া সোমবার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ শালীহর জামে মসজিদের মোয়াজ্জিন রুস্তম আলী মুনশী (৭০) ধান কাটার সময় নিহত হন। দু’জনের পরিবারকে ২০ হাজার করে টাকা দিয়েছে উপজেলা প্রশাসন।
কিশোরগঞ্জ : বাজিতপুরে নিহত মাদ্রাসাছাত্র ফাহিম মিয়া (১২) মঙ্গলবার সকালে সরারচর ইউনিয়নের মজলিশপুর এলাকায় বজ্রপাতের শিকার হয়। বৃষ্টির সময় সে লিচু পাড়ছিল। এ সময় আহত হয় আরেক শিক্ষার্থী জুনায়েদ। এ ছাড়া নিকলীর কুর্শা এলাকায় কৃষক আজিব মিয়া আহত হন।
কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটে নিহত গৃহবধূর নাম রেহেনা বেগম। সোমবার সন্ধ্যায় উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়েছিলেন রেহেনা।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় খোকন প্রামাণিক (২৮) মঙ্গলবার ভোর ৬টার দিকে চেঙ্গুটিয়া গ্রামের কৃষি ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি কুষ্টিয়ার খোকসা থানার গফরগাঁও গ্রামের আলতাফ প্রামাণিকের ছেলে।
হবিগঞ্জ : বানিয়াচংয়ে বজ্রপাতে জোবায়ের মিয়া (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি মঙ্গলবার দুপুরে হাওরে ধান কাটছিলেন। জোবায়ের উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা।
নেত্রকোনা : খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে ইসলাম উদ্দিন (৫৫) হাওরে ধান কাটছিলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।