এশিয়ান বাংলা ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, নাজিব রাজাকের ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল পেয়েছে ৬৩টি আসন। তার প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান পেয়েছে ৯৫টি আসন। সংসদের আসন মোট ২২২ টি। সরকার গঠন করতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে প্রয়োজন ১১২টি আসন। স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, মাহাথিরের দল পাকাতান হারাপান ক্ষমতাসীন বারিসান ন্যাশনালের শক্ত ঘাঁটি বিবেচিত বেশ কয়েকটি আসনে জয়লাভ করেছে।
বেনটং শহরে সরকারের যোগাযোগ মন্ত্রী লিও তিওং তার আসন হারিয়েছেন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কে জিতছেন সেটা জানা যাবে কুয়ালালামপুর সময় মধ্যরাতের পর।
আজকের ভোটে নিবন্ধিত ভোটারদের আনুমানিক ৭৬ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০১৩’র ভোটে অবশ্য এ অনুপাত ছিল ৮৫ শতাংশ।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে