এশিয়ান বাংলা ডেস্ক : গাজা উপত্যকায় ইসরাইলি স্নাইপারদের গুলিতে সোমবার আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত ৩০ মার্চ শুরু হওয়া ভূমি দিবসের বিক্ষোভের পর এ পর্যন্ত ১২৫ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছেন ইসরাইলি দখলদার সেনারা।
ইহুদিবাদী রাষ্ট্রটির সেনাবাহিনী বলছে, এক ফিলিস্তিনি কুড়াল হাতে ইসরাইলি সীমান্তবেষ্টনীর দিকে এগিয়ে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
১৯৪৮ সালে ইহুদি সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি নিজেদের বসতবাড়ি থেকে বিতাড়িত হন।
এসব ফিলিস্তিনি পার্শ্ববর্তী আরব দেশ, অধিকৃত পশ্চিমতীর ও গাজায় শরণার্থী হিসেবে মানবেতর জীবনযাপন করছেন।
তাদের নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে গত দুই মাস ধরে ‘গ্রেট মার্চ ফর রিটার্ন’ আন্দোলন শুরু হয়েছে।
এ ছাড়া গত একযুগ ধরে গাজা উপত্যকাটি অবরুদ্ধ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। সেখানে সীমান্ত দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীও প্রবেশ করতে দেয়া হয়।
এতে উপত্যকাটি পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে রূপান্তরিত হয়েছে। সেখানকার অর্থনীতিও প্রায় ধ্বংস হয়ে গেছে।
গত ১৪ মে তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভে ফেটে পড়লে ইসরাইলি স্নাইপারদের গুলিতে ৬২ জন নিহত হন।
মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের বিরুদ্ধে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তোলেন।