এশিয়ান বাংলা, ঢাকা : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (বামে) ও চীনের প্রেসিডেন্ট শি জিংপিং
ফিলিস্তিনের উন্নয়নের জন্য ১৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে চীন-আরব সহযোগিতা ফোরামের ৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এ ঘোষণা দেন।
ফিলিস্তিন ছাড়াও জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের ৯ কোটি ১০ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে চীন।
ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের জন্য মোট ৬০০ কোটি ডলার সহায়তার পাশাপাশি এসব দেশের উন্নয়নে ২০ হাজার কোটি ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য এসব অর্থ খরচ করা হবে বলে জানিয়েছে বেইজিং।
চীনের প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক পুনর্গঠন এবং তেল –গ্যাস, পরমাণু এবং জ্বালানি ক্ষেত্রে শিল্প পুনরুজ্জীবনের জন্য এসব লোন ব্যবহার করা হবে।
শিং পিং বলেন, এসব লোন বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হলে তা আরব অঞ্চলে চাকুরি বাজার সৃষ্টি করার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনে দেবে।