এশিয়ান বাংলা ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল তার মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের চেষ্টা করবে না। অন্যদিকে সিরিয়া থেকে ইরানকে সরে যাওয়ার জন্য রাশিয়াকে ইরানের উপর চাপ প্রয়োগ করার আহবান জানিয়েছেন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্স
বুধবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বৈঠকে এ কথা বলেন নেতানিয়াহু।
রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সিরিয়া, ইরান ও আরও অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন নেতানিয়াহু। তিনি পুতিনকে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন হুমকির মুখে ফেলতে চায় না ইসরাইল। তার ইচ্ছা, রাশিয়া যেন সিরিয়া থেকে ইরানী বাহিনীকে সরিয়ে দেয়।
রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় ও মধ্যপ্রাচ্য বিষয়ে আলোচনার জন্য সেদেশ সফর করছেন ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।