এশিয়ান বাংলা ডেস্ক : মেসি-রোনালদো নন, এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় লুকা মদরিচ। অসাধারণ খেলে নিজের দেশ ক্রোয়েশিয়াকে নিয়ে এসেছিলেন বিশ্বকাপের ফাইনালে। তীরে এসে তরি ডুবেছে তাদের। এটা মানতে পারছেন না বিশ্বের সেরা মিডফিল্ডার
বিশ্বকাপে নিজেদের প্রথম ফাইনালে উঠলেও ফসকে গেল শিরোপা। ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো লুকা মদরিচদের। বিশ্বকাপজুড়ে ক্রোয়েশিয়া যেভাবে খেলেছে, রানার্সআপ হয়ে সান্ত্বনা নিয়ে দেশে ফেরার দল তারা নয়, সেটা বলাই যায়। শিরোপা জিততে না পেরে তাই হতাশ ক্রোয়েশিয়ার অধিনায়ক। ম্যাচ শেষে বিশ্বকাপের সেরা খেলোয়াড় জানিয়েছেন, ফাইনালে ফ্রান্সের চেয়ে তাঁর দল ভালো ছিল। তার মতে, সেরা দলটি সব সময় জেতে না।
অলিভার কান, জিনেদিন জিদান, লিওনেল মেসির পর লুকা মদরিচ রানার্সআপ হয়েও নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এতেও অবশ্য দুঃখ যাচ্ছে না তাঁর, ‘এটা জিততে পেরে গর্বিত তবে আমি ক্রোয়েশিয়ার হয়ে শিরোপা জিততে চেয়েছিলাম।’
ম্যাচ ১-১–এ সমতা থাকার পর পেনাল্টি পেয়ে ফ্রান্স এগিয়ে যায়। এরপর ৪-২–এর সহজ এক জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা। ফাইনাল নিয়ে ভাগ্যকে দোষ দিচ্ছেন কি না—এমন প্রশ্নের উত্তরে মধ্যমাঠের এই জাদুকর বলেন, ‘হ্যাঁ, আমার তা–ই মনে হয়। সবার একই অনুভূতি কাজ করেছে যে আমরা ভালো খেলেছি। আমি মনে করি, দল হিসেবে আমরা ভালো ছিলাম, কিন্তু ভালো দল সব সময় জেতে না।’
ম্যাচের পেনাল্টি নিয়েও নিজের হতাশা লুকিয়ে রাখেননি মদরিচ, ‘আমরা অবাক হয়ে গিয়েছিলাম যখন পেনাল্টি দেওয়া হলো। বিশেষ করে যে ফাউলের কারণে ফ্রান্স ফ্রি কিক পেয়েছে এবং গোল হয়েছে, সেটা ফাউল ছিল না। আমরা ভালো খেলেছি এবং সেরাটা দিয়েছি এবং তাদের একটা পেনাল্টি দিয়েছি। এটা খুব কষ্টের। ফিরে আসা সব সময় সহজ নয়। কিন্তু আমরা চেষ্টা করেছি, শেষ পর্যন্ত লড়াই করে গেছি। আমরা যা করেছি এবং যেভাবে আমরা খেলেছি, এতে আমাদের গর্ব করা উচিত। দিন শেষে জেতার জন্য অবশ্য এটা যথেষ্ট ছিল না।’