এশিয়ান বাংলা ডেস্ক : সৌদি আরবে মসজিদে নববীর সাকে জ্যেষ্ঠ খতিব শেখ আলী বিন সাঈদ আল-হাজ্জাজ আল-ঘামদিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার দেশের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে পরিচালিত অভিযানে আরও ৭ জনকে আটক করা হয়েছে। খবর কুদস প্রেস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির।
খবরে বলা হয়েছে, সৌদি আরবে রাজনৈতিক মতাদর্শের কারণে যাদের ওপর দমনমূলক নীতি গ্রহণ করা হয়, তাদের বিষয়ে নিয়মিত খবর তুলে ধরে ‘দ্য প্রিজনারস অব কনসিয়েন্স টুইটার অ্যাকাউন্ট’। ওই টুইটার অ্যাকাউন্টেও খতিবের গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে।
দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়ার অভিযোগ গত বছর থেকে সৌদি কর্তৃপক্ষ বিরোধীমতো এবং মানবাধিকার কর্মীদের আটক করে যাচ্ছে।
এর আগে গত নভেম্বর মাসে রাজ পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং প্রভাবশালী ব্যবসায়ীকে আটক করা হয়। ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিল সালমান দুর্নীতিবিরোধী অভিযানের নামে তাদের গ্রেফতার করে।