এশিয়ান বাংলা, ঢাকা : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কেলেঙ্কারির ঘটনায় করা মামলার ১৯ আসামিসহ ২১ জনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে খনির সাবেক তিন এমডি রয়েছেন। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে নিষেধাজ্ঞার বিষয়টি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ সুপারকে (ইমিগ্রেশন) জানানো হয়। এছাড়া খনির সাবেক এমডি এসএম নুরুল আওরঙ্গজেবকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করেছে দুদক।
দুদকের চিঠিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ১ লাখ ৪৪ হাজার টন কয়লা, যার আনুমানিক মূল্য ২৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিশেষ সূত্রে জানা যায়, এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাই মামলার তদন্তের স্বার্থে এদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া জরুরি।
কয়লা কেলেঙ্কারির ঘটনায় গত ২৪ জুলাই ১৯ জনকে আসামি করে মামলা করে খনি কর্তৃপক্ষ। আসামিরা হলেন- খনির সদ্য সাবেক এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাময়িক বরখাস্তকৃত মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো. নুর-উজ্জামান চৌধুরী ও উপমহাব্যবস্থাপক (স্টোর ডিপার্টমেন্ট) একেএম খালেদুল ইসলাম, সদ্য বদলিকৃত কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়া, ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন) মোশাররফ হোসেন সরকার, ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স) জাহিদুল ইসলাম, উপব্যবস্থাপক (সেইফটি ম্যানেজমেন্ট) একরামুল হক, উপব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) খলিলুর রহমান, উপব্যবস্থাপক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) মো. মোর্শেদুজ্জামান, উপব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহেদুর রহমান, সহকারী ব্যবস্থাপক (ভেন্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন্দ্রনাথ বর্মণ, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান, উপমহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) জোবায়ের আলী, সাবেক মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আবদুল মান্নান পাটোয়ারী ও মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) গোপাল চন্দ্র সাহা। এর বাইরে খনির সাবেক দুই এমডি আমিনুজ্জামান ও কামরুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।
অন্যদিকে সাবেক এৃমডি এসএম নুরুল আওরঙ্গজেব হজে যাওয়ার ছুটি পাওয়ায় তাকে এ নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি বলে জানিয়েছে দুদক। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করেছে দুদক।