এশিয়ান বাংলা ডেস্ক : বাংলাদেশি সন্দেহে দিল্লি ও সংলগ্ন এলাকায় বাঙালিদের হেনস্থা করছে পুলিশ। কাজের খোঁজে ভিনরাজ্যে গিয়ে হেনস্থা হতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে এক চিঠিতে এই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরী। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। অধীর অভিযোগ করেছেন, দিল্লি ও সংলগ্ন এলাকায় বাংলাদেশি সন্দেহে বাঙালিদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। তাদেও বেআইনিভাবে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অধীর জানিয়েছেন, হয়রানির শিকার অনেকেই তার সংসদীয় এলাকা মুর্শিদাবাদের বাসিন্দা। অবিলম্বে বাঙালিদের ওপর এই নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ। উল্লেখ্য, কাজের খোঁজে দিল্লি ও আশেপাশের এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা নিয়মিত যান। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদার মতো জেলা থেকে ভিনরাজ্যে যাওয়ার প্রবণতা বেশি। দিল্লি ও আশেপাশের এলাকায় মূলত নির্মাণকাজর সঙ্গে শ্রমিক হিসেবে যুক্ত এই বাংলাভাষীরা। এছাড়া ছোট দোকান বা রিকশাও চালান অনেকে। মহিলারা বিভিন্ন আবাসনে পরিচারিকার কাজ করেন। নয়ডা, গাজিয়াবাদ বা বৈশালির মতো এলাকায় ছোট ঘর বানিয়ে থাকেন এই রাজ্যের বাঙালিরা। গত বছর জুলাইতে নয়ডার একটি আবাসনে এক বাঙালি পরিচারিকাকে আটকে রাখার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। তবে এবার আসামে নাগরিকপঞ্জী প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বাঙালিদের উপর অত্যাচার। বাংলাদেশি তকমা লাগিয়ে চলছে পুলিশে নির্যাতন।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে