এশিয়ান বাংলা, ঢাকা : সারা দেশে চলমান ট্রাফিক সপ্তাহের মধ্যেই ঢাকার শেরেবাংলা নগরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী গাড়িকে ধাক্কা দিয়েছে একটি বাস।
নিউভিশন পরিবহনের একটি বাস, ফাইল ছবি নিউভিশন পরিবহনের একটি বাস, ফাইল ছবি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ গেইট যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে বলে শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান।
বলেন, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি এক রোগীকে দেখতে শেরেবাংলা নগরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে নাখালপাড়ায় এক অনুষ্ঠানে যাওয়ার সময় মিরপুর থেকে মতিঝিলগামী বাসটি পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়।
শেরেবাংলা নগর থানার এসআই ইয়াদুল হক জানান, নিউ ভিশনের ওই বাসের চালক ইব্রাহিম খলিল ইমন এবং তার সহকারী মানিককে থানায় নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। মন্ত্রী তার গাড়িতে করেই ঘটনাস্থল থেকে চলে গেছেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ অগাস্ট থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ চলছে। গত ছয় দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় সারা দেশে এক লাখ ১৩ হাজার ৪২৩টি মামলা দিয়েছে পুলিশ।