এশিয়ান বাংলা, ঢাকা : দেশের আকাশে রোববার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ওই বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী। পরে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়।
এদিকে ঈদের আগে নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটির প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে ঈদে স্বাভাবিক ছুটিই (২১ থেকে ২৩ আগস্ট) থাকছে। ২৪ ও ২৫ আগস্ট সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি থাকায় ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলে মোট পাঁচ দিনে ছুটি থাকছে।
ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা তাদের প্রিয় বস্তু মহান আল্লাহর নামে উৎসর্গ করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। এ সময়েই কয়েক লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজব্রত পালন করে থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন। সৌদি আরবে ২১ আগস্ট ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সূত্র জানায়, যানজট ও মানুষের হয়রানি কমাতে ঈদের ছুটি বাড়াতে নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান। নৌপরিবহন সচিবের প্রস্তাব ছিল ২০ আগস্ট সোমবার নির্বাহী আদেশে ছুটি দিয়ে ওই দিনের অফিস ১৮ আগস্ট শনিবার খোলা রাখার। অপরদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের প্রস্তাব ছিলে ২০ আগস্ট সরকারি অফিস বন্ধ রেখে ঈদের ছুটি বাড়িয়ে ওই দিনের পরিবর্তে ১ সেপ্টেম্বর শনিবার সরকারি অফিস খোলা রাখা। তাদের প্রস্তাবের ভিত্তিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল পাঠানোর আগে বিষয়টি নিয়ে জনপ্রশাসন সচিবের দফতর থেকে যোগাযোগ করা হলে প্রস্তাবটি পাঠাতে বারণ করা হয়।
গত বছর পবিত্র ঈদুল ফিতর ও আজহার সরকারি ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৬ দিন করার প্রস্তাব করা হলে তা কিছুটা এগিয়েও পরে আর আলোর মুখ দেখেনি। একই সঙ্গে অন্যান্য প্রধান দুটি ধর্মের ধর্মীয় উৎসবের ছুটিও ২ দিন থেকে বাড়িয়ে ৪ দিন করার প্রস্তাব ছিল। বাড়তি ছুটি কর্মচারীদের নৈমিত্তিক ছুটি থেকে কেটে নেয়ার প্রস্তাব করা হয়। বর্তমানে সরকারি পর্যায়ে বাৎসরিক নৈমিত্তিক ছুটি ২০ দিন ভোগ করছেন কর্মচারীরা। ওই সময় প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়নি।