এশিয়ান বাংলা, ঢাকা : থামছে না সড়কে মৃত্যুর মিছিল। প্রতিদিনই শিক্ষার্থী, শ্রমিক, যাত্রী ও পথচারী থেকে শুরু করে নানা শ্রেণী-পেশার মানুষ সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের ১১ জেলায় এক কলেজছাত্রীসহ আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীতে ৩ জন, নরসিংদী, বরিশাল, ময়মনসিংহ ও কক্সবাজারে ২ জন এবং সিরাজগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা ও গাইবান্ধায় একজন করে প্রাণহানির ঘটনা ঘটে। এ নিয়ে ২১ আগস্ট ঈদের ছুটির পর থেকে গত ৯ দিনে সড়কে ঝরল ১১৫ প্রাণ। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস বৈশামুড়া অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নিহতরা হলেন- রুবিনা নূর (৫০), তার মেয়ে সাবিনা নূর (২৬) ও শিশু ইয়াছিন (৭ মাস)। নিহতরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনায় আহত ২০ জনের মধ্যে ১৪ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হলেন- বাবুল মিয়া, শাকির, হাফিজ, মনোয়ারা, ফয়সাল, রেহেনা, রাশেদ, হোসেন, গিয়াস, বাবুল, সালাউদ্দিন, জাহাঙ্গীর, সুমন ও খায়ের। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নরসিংদী : শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি মহাসড়কের আমতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। আহতাবস্থায় অপর মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। নিহতরা হলেন- আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও কফিলউদ্দিনের ছেলে রোমান (২৪)। তারা কাপাসিয়া এলাকার খিড়াটি গ্রামের বাসিন্দা। পরে সৃষ্টিগড় থেকে এনা পরিবহনের বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
নগরকান্দা (ফরিদপুর) : বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান নামক স্থানে বাসের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। নিহত শারমিন আক্তার (১৭) নগরকান্দা উপজেলার মনোহরপুর এমএ শাকুর মহিলা কলেজের ছাত্রী ছিল। সে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মরিয়ম বেগমের মেয়ে। স্থানীয়রা জানান, শারমিন রাস্তার পাশ দিয়ে হেঁটে কলেজে যাওয়ার সময় গ্রীনলাইন নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় একটি পাজেরো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পাভেল রহমান সবুজ ও নবিউল আরাফাত নামে দুই ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এতে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু আহত হন। নিহত পাভেল চকরিয়া পৌরসভা ছাত্রলীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, নবিউল আরাফাত সহ-সভাপতি। পুলিশ জানায়, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু একটি পাজেরো জিপ নিয়ে কক্সবাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসকে সাইট দিতে যান। এতে মোটরসাইকেলে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ ও ফুলপুর : তারাকান্দা উপজেলার গোপালপুরে দুপুর ১২টার দিকে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আবিদ হোসেন নামে ৩ বছরের এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন। নিহত অপরজনের নাম আজিজুর রহমান। এ সময় গুরুতর আহত আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। তারা হালুয়াঘাট থেকে ময়মনসিংহে আসছিলেন।
গাইবান্ধার : সকালে সাদুল্যাপুর উপজেলা সদরে অটোবাইকের ধাক্কায় তারা বানু বেওয়া (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। সাদুল্যাপুর পাবলিক লাইব্রেরিসংলগ্ন অটোবাইক ও সিএনজি স্ট্যান্ড এলাকায় গাইবান্ধা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা বানু বেওয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের বসনিয়াপাড়ার মৃত মনছুর প্রামাণিকের স্ত্রী।
কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর-ডালিয়া সড়কের পাহাড়ি পেট্রলপাম্পসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাড়াগ্রাম ইউনিয়নের দলিরাম গ্রামের মজনু মিয়ার ছেলে আমিন মিয়া (২২), গোলাপ হোসেনের ছেলে রিফাত হোসেন (১৮) ও এনামুলের ছেলে তারেক হোসেন (২৫)। কিশোরগঞ্জ থানার এসআই রাফায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ : বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক বাসযাত্রী (৪৫) নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, দুর্ঘটনার কারণে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গাড়ি দুটিকে রেকার দিয়ে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
কুষ্টিয়া ও ভেড়ামারা : দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জমেলা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পিয়াপুর ইউনিয়নের কামালপুর গ্রামে পেছন থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তার মৃত্যু হয়। নিহত জমেলা খাতুন কামালপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।
পাইকগাছা (খুলনা) : ঈদের ছুটি শেষে কর্মস্থলে যাওয়ার পথে খুলনার পাইকগাছার শিহাব (৩০) নামে এক যুবক গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল ঢাকার পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন তিনি। গোপালগঞ্জে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস শিহাবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বেলা ১১টার দিকে শেরপুরগামী ডিলাক্স (এসি) পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জৈনা বাজার এলাকায় মহাসড়কের পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
বরিশাল : শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত ২ রোগীর মৃত্যু হয়েছে। এরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার চান্দুখালীর বকুলতলী এলাকার আবু হানিফের ছেলে লিটন (৩৫) ও বরিশালের বন্দর থানাধীন সাহেবেরহাট এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে কবির (৭)। মঙ্গলবার রাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম। তিনি জানান, বরগুনা থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মুমূর্ষু অবস্থায় লিটন বিকাল সোয়া ৪টার দিকে শেবাচিম হাসপাতালের অর্থোসার্জারি ওয়ার্ডে ভর্তি হন। পরে সন্ধ্যার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। অপরদিকে বরিশাল সদরের সাহেবেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে কবির নামে এক শিশুকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।