এশিয়ান বাংলা, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে হবে। এ সরকার উচ্চশিক্ষা খাতে খরচ করাকে ব্যয় না, বিনিয়োগ মনে করে। বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের এর মর্ম বুঝতে হবে। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা-উচ্ছৃঙ্খলতা করা যাবে না। এ ধরনের কোনো কিছু কোনোভাবেই সহ্য করা হবে না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই সবাইকে চলতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের নতুন ভবন ‘৭ মার্চ’-এর উদ্বোধন করতে গিয়ে শনিবার তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ভবনটির নামকরণ করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ি ভাংচুর হয়েছিল। তখনও প্রধানমন্ত্রী বলেছিলেন, এতে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।
শনিবারের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত। এসব প্রতিষ্ঠান নিজেদের উপার্জনে চলবে তারও বিধান রয়েছে। কিন্তু আমাদের এখানকার যারা শিক্ষার্থী তাদের এটা ভাবা উচিত যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম খরচে উচ্চশিক্ষা বাংলাদেশে দেয়া হয়ে থাকে। প্রায় শতভাগ খরচই কিন্তু সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে। ভবিষ্যতে দেশ গড়ার জন্য শিক্ষিত ও দক্ষ মানুষ নির্মাণের জন্য এই বিনিয়োগ। এ কারণে যারা শিক্ষা দেবেন ও শিক্ষা গ্রহণ করবে, তারাও যেন নিজেকে সেভাবেই গড়ে তোলেন। এর মর্যাদা শিক্ষার্থীদের দিতে হবে। বিশৃঙ্খলা কখনও গ্রহণযোগ্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম মেনে সেভাবেই আচরণ করতে হবে। এটাই জাতি আশা করে। সরকারপ্রধান বলেন, আমরা চাই সবদিক থেকে আমাদের ছেলেমেয়েদের জীবনমান উন্নত হোক, তারা দেশকে এগিয়ে নিয়ে যাক। প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশের বাস্তবায়ন করুক।
বক্তব্য শুরুর আগে প্রধানমন্ত্রী নবনির্মিত ‘৭ মার্চ ভবন’-এর ফলক উন্মোচন করেন। তিনি ওই ভবনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতি এবং ৭ মার্চ জাদুঘরও পরিদর্শন করেন। রোকেয়া হলের শিক্ষার্থী লিপি আক্তার এবং শ্রাবণী ইসলাম প্রধানমন্ত্রীকে ‘উত্তরীয়’ পরিয়ে দেন। সঙ্গীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, রোকেয়া হলের প্রাধক্ষ্য ড. জিনাত হুদাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার ওপর আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। শিক্ষাকে বহুমুখীকরণ ও জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে উচ্চশিক্ষা। আমরা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করেছি যার মাধ্যমে উচ্চশিক্ষা পর্যায়েও বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে। আমরা প্রযুক্তি ব্যবহার করে আধুনিক জ্ঞানসম্পন্ন জাতি গড়ে তুলতে চাই। বিজ্ঞান পড়ার দিকে ছেলেমেয়েদের ঝোঁক বাড়ানোর জন্য ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছিলাম। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামটি ঠিক করা হয়েছে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য। এ ছাড়া মেডিকেল কলেজসহ বিভিন্ন জেলায় আরও বিশ্ববিদ্যালয় করা হয়েছে। শিক্ষাকে বহুমুখী করা ও বহুমুখী গবেষণার জন্য সরকার প্রতিবারই আলাদা বরাদ্দ রাখছে।
বক্তব্যের ফাঁকে ফাঁকেই প্রধানমন্ত্রী তার এবং তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা তুলে ধরেন। একাত্তরের পরাজিত শক্তিকে এ দেশে পুনর্বাসিত করতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, যাতে এ দেশ আর মাথা তুলে দাঁড়াতে না পারে, উন্নত না হতে পারে, সে জন্যই সেই জঘণ্য-নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় ১৯৫২ সালের মাতৃভাষার সংগ্রাম থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, সর্বক্ষেত্রেই অগ্রগণ্য ভূমিকা রেখেছে। সে কারণেই এ বিশ্ববিদ্যালয় আলাদা গুরুত্ব বহন করে। ছয় দফা আন্দোলন থেকে শুরু করে যত সংগ্রাম-আন্দোলন হয়েছে, সব আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার প্রতিটি আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনেক। তিনি ও তার পরিবারের অন্য সদস্যরা এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হওয়ার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। শনিবার তার উদ্বোধন করা ভবনের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ৭ মার্চের সঙ্গে আমাদের ইতিহাস ও ঐতিহ্য জড়িত। ৭ মার্চের ভাষণ জাতিকে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দিয়েছে এবং সেই ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠন করা এবং দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল জাতির পিতার জীবনের লক্ষ্য। বক্তব্যের এ পর্যায়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, একটা দুঃখ আছে মনে- আমার বাবাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা শেষ করতে পারেননি, তিনি কর্মচারীদের অধিকার আন্দোলনে গিয়ে বহিষ্কৃত হন। আর ১৯৭৫ সালের ট্র্যাজেডির পর আমিও আমার লেখাপড়া শেষ করতে পারিনি। তবে আমাকে অনারারি ডিগ্রি (মাস্টার্স ডিগ্রি) দেয়ায় আমি ধন্যবাদ জানাই। এ ছাড়া বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দেন।
শনিবার উদ্বোধন করা ভবনটি প্রায় ৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত। এক হাজার ছাত্রীর আবাসন সুবিধাসংবলিত এ ভবনটিতে প্রশাসনিক এবং সার্ভিস ব্লক নামে আরও দুটি ব্লক রয়েছে। ৭ মার্চ জাদুঘরে বঙ্গবন্ধু এবং বাঙালির মুক্তির সংগ্রামের দুর্লভ আলোকচিত্র এবং তথ্যাদি সন্নিবেশন করা হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে দেশের উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করায় বিএনপি সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর বাংলাদেশের প্রত্যেকটা জেলাকে নিরক্ষরতামুক্ত জেলা হিসেবে গড়ার উদ্যোগ নিয়েছিলাম। প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক সেবার উদ্যোগ নিয়েছিলাম। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি এসব বন্ধ করে দেয়। সে সময় দেশে সাক্ষরতার হারও কমে যায়। যাই হোক, এখন আমরা আবার কাজ করছি। দেশে সাক্ষরতার হারও আবার বাড়ছে। দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি হচ্ছে। কারণ এ সরকার দেশের উন্নয়নে, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। তিনি বলেন, ক্ষমতা ভোগের বস্তু নয়, দায়িত্বের। জনগণের জন্য দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যায়। মানুষের কল্যাণ হয়। সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের এবং ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করব, ইনশাআল্লাহ।
0
Shares
আরও পড়ুন
খালেদা জিয়া ছাড়া নির্বাচন নয়
আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত
সড়কে ঝরল আরও ১৩ প্রাণ
মাধবপুরে ২ সন্তানকে গলা কেটে হত্যা, মেঝেতে মায়ের লাশ
এটাই আ’লীগের শেষ বছর : বি. চৌধুরী
প্রার্থী নিয়ে টেনশনে নেতাকর্মীরা
সর্বশেষ সর্বাধিক পঠিত
বিএনপির কাছে ওবায়দুল কাদেরের তিন প্রশ্ন
প্রেম করার অপরাধে কিশোরকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা
ফতুল্লায় ফ্ল্যাট থেকে সাবেক এজিবি কর্মকর্তার লাশ উদ্ধার
এক নজরে বিএনপির ৪০ বছর
‘সংবিধানের কোথাও লেখা নাই মিছিল-মিটিংয়ের অনুমোদন নিতে হবে’
জোটের শরিকদের ৬৫-৭০টি আসনে ছাড় দেবে আওয়ামী লীগ: কাদের
যারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় না তাদের স্থান পাবনায়: ড. কামাল
ইভিএম নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা দরকার: এরশাদ
সারা দেশে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ
পাবনায় সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার
বিদায়ী ম্যাচে গার্ড অব অনার পেলেন চয়ন
এটাই আ’লীগের শেষ বছর: বি. চৌধুরী
ভাঙ্গায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সন্তানসম্ভবা স্কুলশিক্ষিকার মৃত্যু
সাব্বিরের সমস্যাটা কোথায়…
দেবিদ্বারে নিখোঁজের ৪ দিন পর খালে ছাত্রলীগ কর্মীর লাশ
এরদোগানের ওপর আমি ক্ষুব্ধ ও আশাহত: ট্রাম্প
‘সাব্বির অনুতপ্ত, ভবিষ্যতে সে এ রকম করবে না’
গৌরনদীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, তরুণ গ্রেফতার
নলছিটিতে চাঁদাবাজি মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার
সব খবর