এশিয়ান বাংলা ডেস্ক : দেশের ছয় জেলায় সড়কে মামা-ভাগ্নেসহ আরও ৮ জন নিহত হয়েছেন। চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মৃত্যু হয়েছে মামা-ভাগ্নের। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। রংপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন এক যুবক। যশোরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে একজনের। রাজশাহীতে মাইক্রোবাসের চাপায় মারা গেছেন এক রোগীর স্বজন। দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক উল্টে একজন বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২১ আগস্ট ঈদের ছুটির পর থেকে গত ২৫ দিনে সড়কে প্রাণ গেল ২২৩ জনের। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-
হাটহাজারী (চট্টগ্রাম) : মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মামা-ভাগ্নের। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়ি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে নুরুল হুদা (৪৫) ও তার ভাগিনা একই এলাকার মো. রফিকের ছেলে আবু তৈয়ব (১০)। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর : দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা-দিনাজপুর মহাসড়কে গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস রংপুর আসছিল। একই সময় খালাশপীরগামী আরেকটি যাত্রীবাহী বাস চৌমাথায় মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় দুটি বাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
যশোর : দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা সফটওয়্যার পার্কের সামনে শাপলা মি?লের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন (১৮) যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগা মোড় এলাকার একলাস হো?সে?নের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু আলাউদ্দিন শেখ।
রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে মাইক্রোবাসের চাপায় মুজিবুর রহমান (৫০) নামে এক রোগীর স্বজন নিহত হয়েছেন। তিনি নওগাঁর সাপাহার উপজেলার এলেননগর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে দ্রুতগতির একটি মাইক্রোবাস মুজিবুর রহমানকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহন হন। রামেক হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
পার্বতীপুর (দিনাজপুর) : ট্রাক উল্টে পড়ে নাজমুল হক (৪১) নামে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পার্বতীপুর-দিনাজপুর সড়কে ল্যাম্ব হাসপাতাল সংলগ্ন লিভিং স্টোন স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।
মধুপুর (টাঙ্গাইল) : ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আশরাফুল ইসলাম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বন্ধু রাকিব মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মধুপুর সাগরদীঘি সড়কের মধুপুর উপজেলার মোটেরবাজারে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঘাটাইল উপজেলার নতুন বাজার তালতলা এলাকার জনৈক ফারুক হোসেনের ছেলে।