এশিয়ান বাংলা ডেস্ক : ঘূর্ণিঝড়ের ভয়াবহতা বোঝাতে ক্যামেরার সামনে হাস্যকর অঙ্গভঙ্গি করে তুমুল সমালোচিত হয়েছিলেন সাংবাদিক। তা নিয়ে হাসাহাসিও হয়েছে বিস্তর। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে ‘দ্য ওয়েদার চ্যানেল।’ যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংক্রান্ত খবরের চ্যানেল এটি। টিভি চ্যানেলটির বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার আঘাত হানা হারিকেন ফ্লোরেন্স নিয়ে তামাশা করেছে চ্যানেলটি। উন্নত প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার করে দর্শকদের মনে ভীতির সঞ্চার করেছে। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের নর্থ ক্যারোলিনায় আছড়ে পড়েছে বিধ্বংসী হারিকেন ফ্লোরেন্স। বৃহস্পতিবার বিকালে ঘূর্ণিঝড়ের খবর জানাচ্ছিলেন উপস্থাপিকা এরিকা নাভারো। স্টুডিওতে দাঁড়িয়েই খবর পড়ছিলেন তিনি। তবে গ্রিন স্ক্রিন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই সেটি নর্থ ক্যারোলিনায় রূপান্তরিত করা হয়। বিষয়টি হলে বসে থ্রিডি সিনেমা দেখার মতো। দেখলে মনে হবে নর্থ ক্যারোলিনার কোনো রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এরিকা। পেছনে ৬ ফুট পানির ঢেউ। পানির স্তর ক্রমশ তার মাথা ছাড়িয়ে যাচ্ছে। এমন দৃশ্যে দর্শককে পরিস্থিতি বোঝাতে শুরু করেন এরিকা, ৩ ফুট পানি থাকলে কী করণীয়। পানির স্তর ৯ ফুটের বেশি হলে, সঙ্গে ঝড় বইলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইত্যাদি। উন্নত প্রযুক্তির এমন ব্যবহারের অনেকেই প্রশংসা করেছেন। তবে ক্ষোভে ফেটে পড়েছেন মার্কিন মুলুকের একাংশ। তাদের মতে, বাড়াবাড়িই করছে চ্যানেলটি। খবরের নামে খামোখা চাঞ্চল্য সৃষ্টি করছে তারা। অনেকে বলেছেন, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, টিভিতে ওই দৃশ্য দেখতে বেশ অস্বস্তি হয়। হারিকেন ফ্লোরেন্সের খবর জানাতে গিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়ে ‘দ্য ওয়েদার চ্যানেল।’ লাইভ কভারেজ’ করতে গিয়ে বিতর্ক বাধান প্রবীণ সাংবাদিক মাইক স্পিডেল। ঝড়ের তাণ্ডব কতটা বোঝাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করেন তিনি। সামনে-পেছনে দুলতেও শুরু করেন। ভাবটা এমন যেন ঝড়ের দাপট তাকে স্থির থাকতে দিচ্ছে না। কিন্তু তিনি যখন অঙ্গভঙ্গি করতে ব্যস্ত, ঠিক সেই সময়ই তার পেছন দিয়ে নিশ্চিন্তে হেঁটে যেতে দেখা যায় দুই পথচারীকে। তাই নিয়ে রীতিমতো হাসাহাসি হয়েছিল নেট দুনিয়ায়। এদিকে শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে হারিকেন ফ্লোরেন্স। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের নর্থ ও সাউথ ক্যারোলিনা রাজ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। থেমে থেমে অগ্রসর হওয়া এ ঝড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।