এশিয়ান বাংলা ডেস্ক : চলতি বছরের বৈশ্বিক প্রযুক্তিগত উদ্ভাবন ও সৃজনশীলতা সূচকে এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বশেষে অবস্থান করছে বাংলাদেশ। এতে বাংলাদেশের আগে রয়েছে অন্যান্য সূচকে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া নেপাল এবং পাকিস্তান। এই সূচকে বৈশ্বিক পর্যায়ে ১২৮টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১১৬তম। গত বছর এই সূচকে ১১৪তম অবস্থানে ছিল বাংলাদেশ।
উদ্ভাবনে একটি দেশের সক্ষমতা ও সাফল্যের ভিত্তিতে প্রতি বছর এ সূচক তৈরি করে যুক্তরাষ্ট্রভিত্তিক কর্নেল ইউনিভার্সিটি, ফ্রান্সভিত্তিক ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান ইনসিড। সহ-প্রকাশক হিসেবে কাজ করে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণবিষয়ক সংগঠন ডব্লিউআইপিও। এ সূচক তৈরিতে একটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান, বিজ্ঞানভিত্তিক প্রকাশনা ও আন্তর্জাতিক পেটেন্ট আবেদনের সংখ্যাসহ এক ডজনের বেশি বিষয় বিবেচনায় আনা হয়।
বিশ্ব উদ্ভাবনীতে এ বছর শীর্ষ তিনে অবস্থান করছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও সুইডেন। সূচকে এশিয়ার মধ্যে উদ্ভাবনীতে শীর্ষ পর্যায়ে রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং জাপান।