নিজস্ব প্রতিবেদক:
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল এবং কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ ইউকে ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ সাপোর্ট গ্রুপ।
গত ২০ সেপ্টেম্বর বিকেলে লন্ডনের হোয়াইটচ্যাপল কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে মানববন্ধন ও পথসভাটি অনুষ্ঠিত হয়েছে। মাসুদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সালমান সাদি, হাবিব মো: ইবনে আজিজ, মোহাম্মদ মিজানুর রহমান ফারমান, আল নাহিয়ান বিন মুরাদ, সাবেক শিবির নেতা মোঃ আব্দুল মুকিত রাজিব ও অনুপম।
বক্তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলসহ কোটা বৈষম্য দুর করে কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করার আহবান জানান। সেই সাথে কোটা আন্দোলনকারী ভাই-বোনদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন ও পথসভায় আরো উপস্থিত ছিলেন, হাসান মোরশেদ, মো: তানজিল ইসলাম, মো: রিফাত মাহমুদ ভূঁইয়া, শাহেদ আলম রুমান, মোহাম্মদ শিকদার ও সেলিম উদ্দিন প্রমুখ।