এশিয়ান বাংলা, ঢাকা : বিএনপি-জামায়াতের আন্দোলন ঠেকাতে রাজপথ দখল ও নির্বাচন পর্যন্ত সক্রিয় অবস্থান নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন ১৪ দল।
এরই অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি দেয়া হবে। শনিবার মহানগর নাট্য মঞ্চে জোটের সমাবেশে ‘অক্টোবর’ ও ‘নির্বাচনী’ কর্মসূচি ঘোষণা করা হবে।
পাশাপাশি বিএনপি-জামায়াতসহ সাম্প্রদায়িক অপরাজনীতি ও ষড়যন্ত্রমূলক রাজনীতি প্রতিহত করতে জনগণকে সজাগ ও সংগঠিত করার ডাক দেবেন জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
নির্বাচন সামনে রেখে শনিবার পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও মাঠের প্রধান বিরোধী দল বিএনপি।
এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিএনপিও তাদের সমাবেশের পুরো প্রস্তুতি গুছিয়ে এনেছে। তবে বিএনপি শনিবারের সমাবেশের এখনও অনুমোদন পায়নি।
অনুমতি সাপেক্ষে শনিবার অথবা রোববার সমাবেশ করতে পারে দলটি। অনুমোদনের বিষয়টি আজ জানা যাবে। তবে ১৪ দলের পূর্বঘোষিত কর্মসূচি শনিবারেই অনুষ্ঠিত হবে।
জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, শনিবারের সমাবেশে আমরা ‘অক্টোবর’ ও ‘নির্বাচনী’ কর্মসূচি ঘোষণা করব। তিনি বলেন, কিছু অশুভ শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তাদের প্রতিহতে আমরা রাজপথে থাকব। জনগণকে সচেতন করব। জনসচেতনতার প্রাথমিক ঘোষণা আমরা সমাবেশ থেকেই করতে চাই।
১৪ দল নেতারা বলছেন, শেষ পর্যন্ত বিএনপি যদি শনিবার জনসভার অনুমতি পায়, সে ক্ষেত্রে সংঘাত-সহিংসতার আশঙ্কা আছে। তাই জোটের সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে সতর্কাবস্থানে থেকে কোনো উসকানিতে সাড়া না দিয়ে শান্ত থাকার নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে- নেতাকর্মীদের এমন নির্দেশও দেয়া হয়েছে জোটের পক্ষ থেকে।
এছাড়া সমাবেশ সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীকে হাজির করতে ১৪ দলের প্রধান শরিক আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নগর, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে। ১৪ দলের শরিক অন্য দলগুলোও নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে বলা হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার বিভিন্ন পেশার নেতাদের নিয়ে মতবিনিময় করে ১৪ দল।
জাতীয় নির্বাচন সামনে রেখেই শনিবারের সমাবেশ এমন মন্তব্য করে ১৪ দলের অন্যতম শরিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন যুগান্তরকে বলেন, ইতিমধ্যে প্রতিপক্ষ অপতৎপরতা শুরু করেছে। নির্বাচন নিয়ে সহিংস আন্দোলনের দিকে এগোচ্ছে। আমরাও রাজপথে রাজনৈতিকভাবেই তাদের মোকাবেলা করতে চাই। আমরা নেতাকর্মীদের সক্রিয় করতে কাজ করছি। তিনি বলেন, আগামী নির্বাচনী মাঠ প্রস্তুত করাতে রয়েছে আমাদের নানা কর্মসূচি।
ইতিমধ্যে ঢাকা দখলের ঘোষণা দিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় প্রস্তুত থাকতে বলেন। কোনো অপশক্তি যেন মাঠে নামতে না পারে, নামলে প্রতিহত করার নির্দেশ দেন তিনি।
১৪ দলীয় জোট সূত্রে জানা যায়, আগামী নির্বাচনের আগে-পরে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করবে ক্ষমতাসীন জোটটি। এরই মধ্যে তৃণমূল নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ভোট কেন্দ্রভিত্তিক পাহারার কাজ করতে এলাকায় প্রভাবশালী মহলকে নিয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, অক্টোবরজুড়ে ৮ বিভাগীয় শহর ও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা সফর করবে ১৪ দল। সফরগুলোতে ১৪ দলের শরিকদের আসন বণ্টন ও প্রার্থী বাছাই জরিপ করবে তারা। এসব কর্মসূচি চূড়ান্ত করে শনিবারের সমাবেশ থেকে ঘোষণা দেয়ার কথা রয়েছে।
সূত্র আরও জানায়, অক্টোবরের ১০ তারিখে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়। ওই মাসেই গঠন করা হবে নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকার ও ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় বিএনপির জন্য আঁতে ঘা সৃষ্টি করবে। এ নিয়ে তারা রাজপথে নতুন করে সহিংস আন্দোলন শুরু করতে পারে। যুদ্ধাপরাধ মামলার রায় কার্যকর পরবর্তী সহিংসতা এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলনের কথা ভোলেনি ১৪ দল। এ তিক্ত অভিজ্ঞতা থেকে আগেভাগেই প্রস্তুতি নিতে কাজ করছেন জোট নেতারা।
আরও পড়ুন
আলটিমেটাম দেবে বিএনপি
বিশ্ব নেতাদের ধারণা আবারও ক্ষমতায় যাবেন শেখ হাসিনা : পররাষ্ট্র সচিব
এবার ঘুচবে শিরোপার আক্ষেপ?
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন
বৃহত্তর ঐক্য প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করতে ফখরুলকে দায়িত্ব
ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট নিজস্ব কর্মসূচিতে এগোবে
সর্বশেষ সর্বাধিক পঠিত
২৮ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে
২৮ সেপ্টেম্বর: আজকের ধাঁধা
২৮ সেপ্টেম্বর: বাণী চিরন্তনী
মাদকবিরোধী অভিযান, রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
২৮ সেপ্টেম্বর: আজকের খেলা
২৮ সেপ্টেম্বর: আজকের দিনটি কেমন যাবে?
শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের মামলার রায় আজ
রোহিঙ্গা নির্মূলকে গণহত্যার স্বীকৃতি দাবি মার্কিন আইনপ্রণেতাদের
নিউ ইয়র্ক থেকে ১৬ ফাইল ছাড় করলেন প্রধানমন্ত্রী
ফাইনালে ভারতের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ
এবার শিরোপাটা উঠুক এক ‘কিংবদন্তির’ হাতে
ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
মাশরাফিদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে কটূক্তি
মাশরাফিদের নিয়ে অতি সতর্ক ভারত
চাঁদপুরে এক যুগ পর মেয়েকে পেয়ে খুশিতে সজ্ঞাহীন বাবা
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রথম স্মৃতি কেমন ছিল?
টাঙ্গাইলে আ’লীগ নেতার গাড়িবহরে ছাত্রলীগের হামলা
‘সাকিব ভাঙা আঙুল নিয়ে এতগুলো ম্যাচ খেলল আর আমরা’
এমন জয় সব সময় আনন্দের: মোস্তাফিজ
বাংলাদেশের একটি ট্রফি দরকার: মাশরাফি
সব খবর