এশিয়ান বাংলা ডেস্ক : ইমাম হোসেনের (রা.) শাহাদতবার্ষিকী মঙ্গলবার কারবালায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম ঘটেছে। এ উপলক্ষে কারবালা প্রাঙ্গণের উদ্দেশে প্রায় ২০ লাখ মানুষ ইরাকে ঢুকেছে। যার মধ্যে শুধু ইরান থেকে ঢুকেছে প্রায় ১৮ লাখ।
ইরানের পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারির বরাত দিয়ে ইরানের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে জিয়ারতকারীরা ইরাকে গেছেন। জিয়ারত শেষে ইরানিরা যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে।
ইমাম হোসেনের (রা.) শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ইরানের সর্বত্র সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেশির ভাগ মানুষই কালো পোশাক পরে বাইরে বের হয়েছে।
৬১ হিজরির ১০ মহররম ইসলামের শত্রুদের হাতে শহীদ হন ইমাম হোসেন (রা.) ও তার সঙ্গীরা।