এশিয়ান বাংলা, ঢাকা : আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। উভয় পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন অংশগ্রহণ করছে। প্রশ্ন ফাঁস ও নকলমুক্ত পরীক্ষা নিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে পরীক্ষা চলাকালীন সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের প্রবেশ, ২৫ মিনিট আগে প্রশ্নের প্যাকেট খোলা। শিক্ষা মন্ত্রণায়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ জেএসসিতে বাংলা ও জেডিসিতে কোরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এ সময়ের পরে হলে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ঐদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে কেন্দ্র সচিবকে।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন ও এর আগে ও পরে পরীক্ষাসংশ্লিষ্ট কাজের সময়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।