এশিয়ান বাংলা ডেস্ক : ইয়েমেনের প্রধান বন্দরনগরী হোদেইদাহের কাছে প্রায় ৩০ হাজার সেনা জড়ো করেছে সৌদি জোট। ইরানপন্থী হুতি বিদ্রোহীদের উপর সর্বাত্তক চাপ প্রয়োগের লক্ষ্যে নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে সুন্নি আরব রাষ্ট্রগুলোর এ জোট। বুধবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও বৃটেন প্রায় সাড়ে তিন বছর ধরে চলা ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য সৌদি আরবের প্রতি আহবান জানিয়েছে। সাংবাদিক জামাল খাসোগি হত্যাকা- নিয়ে বিশ্ব নেতাদের সমালোচনার মুখে থাকা সৌদি আরব এবার ইয়েমেন যুদ্ধ নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছে। সৌদি অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষতে দেশটির লাখ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এরইমধ্যে ইয়েমেনে সর্বাত্তোক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি জোট। রয়টার্স জানিয়েছে এরইমধ্যে হুতি নিয়ন্ত্রিন হোদেইদাহর দক্ষিণে ও পূর্বাঞ্চলে প্রায় ৩০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
একইসঙ্গে ট্যাংক ও সমরযানসহ আধুনিক সমরাস্ত্র জড়ো করা হচ্ছে। হোদেইদার বাসিন্দারা জানিয়েছেন, হুতি সদস্যরাও শহরের কেন্দ্রে, বন্দরে ও দক্ষিনাঞ্চলে অবস্থান নিতে শুরু করেছে। তবে এ বিষয়ে সুন্নিজোট ও হুতি কেউই এখনো কোনো বিবৃতি প্রদান করেনি