এশিয়ান বাংলা, ঢাকা : সাড়ে তিনবছরের বেশি সময় ঢাকায় অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বাংলাদেশে তার উত্তরসূরি হিসেবে আসছেন মিলার। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি রওনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার ও ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুয়েল রিপম্যানসহ মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে আন্তরিক বিদায় জানান। এ সময় বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ‘আবার দেখা হবে’ বলে বিদায় নেন। ২০১৫ সালের জানুয়ারি থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন মার্শা বার্নিকাট। গতকাল তার মিশনের সমাপ্তি ঘটে। ঢাকায় অনন্য কূটনীতি করে গেছেন মার্কিন দূত। ফলে তার বিদায়টাও হয়েছে অত্যন্ত উজ্জ্বল।
মার্শা বার্নিকাট বাংলাদেশ ছাড়ার আগে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের ডজন খানেক মন্ত্রীর সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেন। পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক বার্নিকাটের সম্মানে ভোজের আয়োজন করেন। ১লা নভেম্বরের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হয় সেই ভোজ বৈঠক। এটাই ছিলো ঢাকায় বার্নিকাটের শেষ ভোজ বৈঠক। সেই বৈঠকটিতে ঢাকাস্থ বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশ নেন। বিশেষ করে পশ্চিমা দুনিয়ার ডিপ্লোম্যাটদের মিলনমেলায় পরিণত হয় বৈঠকটি। উল্লেখ্য, আগমী ১৮ই নভেম্বর বার্নিকাটের উত্তরসূরি মিলার তার ঢাকায় মিশন শুরু করবেন।