এশিয়ান বাংলা, ঢাকা : সাংবাদিক জামাল খাসোগি হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ যে রিপোর্ট দিয়েছে তা বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের রাজপরিবারের সিনিয়র একজন প্রিন্স তুর্কি আল ফয়সাল। আবু ধাবি থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তুর্কি আল ফয়সাল বলেছেন, সিআইএ এজেন্সি এ বিষয় একটি বিশ্বাসযোগ্য উপসংহারে পৌঁছাতে পারে না। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে উপযুক্ত সর্বোচ্চ মান সম্পন্ন নয় সিআইএ। তুর্কি আল ফয়সাল শনিবার আবু ধাবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। উল্লেখ্য, প্রিন্স ফয়সাল সৌদি আরবের গোয়েন্দা বিষয়ক সাবেক প্রধান। তিনি যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি সিআইএর রিপোর্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইরাক প্রসঙ্গ টেনে এনেছেন।
বলেছেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। তার আগে ইরাকে রাসায়নিক অস্ত্র আছে বলে রিপোর্ট দিয়েছিল সিআইই। কিন্তু দেখা গেছে, তা নির্ভরযোগ্য নয়। তাদের ওই রিপোর্টে একেবারেই যথার্থতা ছিল না। ছিল ভুলে ভরা। আর তার ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছে। তাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। নিউ ইয়র্কভিত্তিক বৈরুত ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তুর্কি আল ফয়সাল।