এশিয়ান বাংলা ডেস্ক : গোটা যুক্তরাষ্ট্রে তার মতো ভয়ংকর খুনি আর দ্বিতীয়টি নেই। গত চার দশক ধরে তিনি ৯০ জনকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিও দিয়েছেন। এখন এ নিয়ে তদন্ত চলছে।
ইতিহাসের এই কুখ্যাত খুনির নাম স্যুামুয়েল লিটল (৭৮)। যুক্তরাষ্ট্রের অপরাধের ইতিহাসে সিরিয়াল কিলারদের মধ্যে এরচেয়ে বেশি খুনের রেকর্ড আর নেই।
বয়সের ভাড়ে নুয়ে পড়লেও দুচোখে তার এখনো খুনের ঠাণ্ডা দৃষ্টি। এএফপি বলছে, কয়েক সপ্তাহ ধরে টেক্সাস কারাগারের সেল থেকে হুইলচেয়ারে বসিয়ে সাক্ষাতকার কক্ষে নেয়া হচ্ছে মাথাভর্তি পাকা চুলওয়ালা এক বৃদ্ধকে।
নথি বলছে, লিটলের বিরুদ্ধে ৯০টিরও বেশি হত্যার অভিযোগ রয়েছে। এর মধ্যে আশির দশকে লস অ্যাঞ্জেলসে তিন নারীকে খুন করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হচ্ছে।
আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক খুনের রেকর্ড সিরিয়াল কিলার দ্য গ্রিন রিভার কিলার গ্যারি রিজবির। ১৯৮০-৯০’র দশকে ওয়াশিংটনে ৪৯ জনের প্রাণ নিয়েছিল সে।
কিন্তু সেই রেকর্ডকেও ম্লান করে দিয়েছে লিটল। ৯০ জনের মধ্যে ৩৪ জনকে শনাক্ত করেছে পুলিশ ও গোয়েন্দারা। বাকিদের নাম নিজেই জানাতে পারেনি হত্যাকারী স্যামুয়েল।
গোয়েন্দাদের কাছে প্রতিটি হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছে উৎসাহভরে।
তদন্তকারীরা বলছেন, বিশেষ করে প্রান্তিক ও দরিদ্র নারীদের টার্গেট করতেন এ খুনি। তবে তাদের অনেকেই পতিতাবৃত্তির সঙ্গে জড়িত কিংবা মাদকাসক্ত ছিল।
তদন্তকারীরা বলছেন, তাদের মরদেহ প্রায়ই অজ্ঞাত পরিচয় হিসাবে ফেলে যাওয়া হতো এবং তাদের মৃত্যু তদন্তহীন থেকে যেত।
এফবিআই জানিয়েছে, ৭৮ বছর বয়সী এই বুড়ো খারাপ শারীরিক অবস্থার মধ্যে আছেন। সম্ভবত তার মৃত্যুর আগ পর্যন্ত টেক্সাসের কারাগারেই থাকতে হবে। ওডিসি হত্যার ঘটনার স্বীকারোক্তির পর ক্যালিফোর্নিয়া থেকে তাকে সেখানে নেয়া হয়।