এশিয়ান বাংলা ডেস্ক : নারীশিক্ষায় অগ্রণী ভূমিকা রাখায় এবার বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভাসির্টি সম্মাননা দিচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাইকে। হার্ভার্ডের কেনেডি স্কুল বলেছে, তারা এক অনুষ্ঠানের মাধ্যমে ‘২০১৮ গ্লিটসম্যান এওয়ার্ড’ দিতে যাচ্ছে মালালাকে। এ পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ ২৫ হাজার ডলার। শিশু শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখার কারণে ২০১৪ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা। এর মধ্য দিয়ে এ যাবতকালের মধ্যে সবচেয়ে কম বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিনি। টিনেজ বয়সে তাকে হত্যার চেষ্টা করে পাকিস্তানের তালেবানরা। ওই হামলায় মারাত্মক আহত হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যান মালালা। ভাগ্যের জোরে বেঁচে ওঠেন।
পরে তিনি তার কাজ অব্যাহত রাখতে প্রতিষ্ঠা করেন অলাভজনক প্রতিষ্ঠান মালালা ফান্ড। এবার হার্ভাডের কর্মকর্তারা বলছেন, মালালার এসব কাহিনী একটি প্রজন্মের ছেলে এবং মেয়েদের তার পথ অনুসরণ করতে উৎসাহিত করেছে। মালালার বয়স এখন ২১ বছর। পড়াশোনা করছেন ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে।