এশিয়ান বাংলা, ঢাকা : একাদশ জাতীয় নির্বাচনে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলের চূড়ান্ত প্রার্থীদের চিঠি দিয়েছে বিএনপি। দিনভর দফায় দফায় বৈঠক শেষে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এ চিঠি দেয়া হয়। তবে বিএনপি দলীয় কয়েকজন বাদ পড়া প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে গুলশান কার্যালয়ে। ধানের শীষের প্রতীকের চূড়ান্ত চিঠি হস্তান্তরের দ্বিতীয়দিন ২৫টি আসনে ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতের প্রার্থীদের চিঠি দেয়া হয়। তারা হলেন- ঠাকুরগাঁও-২ আসনে আবদুল হাকিম, দিনাজপুর-১ আসনে মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ আসনে আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ আসনে মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ আসনে আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ আসনে মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম খান, পাবনা-৫ আসনে ইকবাল হুসেইন, ঝিনাইদহ-৩ আসনে মতিউর রহমান, যশোর-২ আসনে আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন, বাগেরহাট-৩ আসনে আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনে আবদুল আলিম, খুলনা-৫ আসনে মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনে শামীম বিন সাঈদী, ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান, সিলেট-৫ আসনে ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ আসনে হাবিবুর রহমান, কুমিল্লা-১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আসনে আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আজাদ। ২০ দলীয় জোটের শরিক দল এলডিপি’র প্রার্থীদের মধ্যে চূড়ান্ত চিঠি পেয়েছেন- চট্টগ্রাম-১৪ আসনে কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলম, লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ, ময়মনসিংহ-১০ আসনে মাহমুব মোর্শেদ। এছাড়া হবিগঞ্জ-৪ আসনে আহমেদ আবদুল কাদের ও নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মুনির হোসেন (খেলাফত মজলিস), চট্টগ্রাম-৫ আসনে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক (কল্যাণ পার্টি), নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদ (এনপিপি), ভোলা-১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (বিজেপি), ড. টিআই ফজলে রাব্বী ও কুষ্টিয়া-২ আসনে আহসান হাবীব লিঙ্কন জাতীয় পার্টি (কাজী জাফর), যশোর-৫ আসনে মুফতি ওয়াক্কাস, সুনামগঞ্জ-৩ আসনে শাহীনুর পাশা চৌধুরী ও হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল বাসিত আজাদ (জমিয়তে উলামা), রংপুর-৩ আসনে মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমানকে (পিপিবি) চূড়ান্ত চিঠি দেয়া হয়।
অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের ৫ প্রার্থী পেয়েছেন চূড়ান্ত চিঠি।
তারা হলেন বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না, রংপুর-১ আসনে শাহ রহমত উল্লাহ, বরিশাল-৪ আসনে জেএম নুরুর রহমান, রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব ও নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের ৭ প্রার্থী পেয়েছেন চূড়ান্ত চিঠি। তারা হলেন কুড়িগ্রাম-২ আসনে আমসা আমিন, পাবনা-১ আসনে আবু সাইয়িদ, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালেকুজ্জামান, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, মৌলভীবাজার-২ আসনে সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ ও হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডি’র ৫ প্রার্থী চূড়ান্ত চিঠি পেয়েছেন। তারা হলেন লক্ষ্মীপুর-৪ আসনে আসম আবদুর রব, কুমিল্লা-৪ আসনে আবদুল মালেক রতন, ঢাকা-১৮ আসনে শহীদউদ্দিন মাহমুদ, শরীয়তপুর-১ আসনে নুরুল ইসলাম ও কিশোরগঞ্জ-৩ আসনে মুহাম্মদ সাইফুল ইসলাম। কৃৃষক শ্রমিক জনতা লীগকে ৩টি আসন দেয়া হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল-৪ আসনে এডভোকেট রফিকুল ইসলাম, টাঙ্গাইল-৮ আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী ও গাজীপুর-৩ আসনে দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী রয়েছেন। তবে ঢাকা-৬ আসনে গণফোরাম প্রার্থী সুব্রত চৌধুরীকে প্রথমে চূড়ান্ত করা হলেও পরে অপেক্ষায় রাখা হয়। এছাড়া ১৫টি আসনে জামায়াতের নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলের সূত্র জানিয়েছে, এর মধ্যে অন্তত তিনটি আসনে তারা নির্বাচন করবেন। বাকিগুলোতে বিএনপি’র সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করবেন জামায়াত নেতারা। এছাড়া রংপুর-৫ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মোফাখখারুল ইসলাম নবাবকেও চিঠি দেয়া হলেও সেখানে রয়েছেন জামায়াতের চূড়ান্ত হওয়া ২৫ প্রার্থীর একজন গোলাম রাব্বানী। একইভাবে চট্টগ্রাম-৭ আসনে এলডিপি’র নূরুল আলমকে চিঠি দেয়া হলেও আগেই সেখানে চিঠি পেয়েছেন বিএনপি’র কুতুবউদ্দিন বাহার। অন্যদিকে প্রথমদিন ঘোষিত ২০৬টি আসনের প্রার্থীর মধ্যে দুইটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। আসনগুলো হচ্ছে- নড়াইল-১ ও ময়মনসিংহ-৩। ওদিকে প্রথমদিন শুক্রবার ২০৬টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। দ্বিতীয়দিন প্রার্থিতার চিঠি পেয়েছেনÑ গাইবান্ধা-২ আসনে আবদুর রশিদ সরকার, বরগুনা-২ খন্দকার মাহবুব হোসেন, পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার, জামালপুর-১ আসনে রশীদুজ্জামান মিল্লাত, নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনির, ময়মনসিংহ-১ আসনে আলী আজগর, নেত্রকোনা-৫ আসনে আবু তাহের তালুকদার, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, কুমিল্লা-৬ আসনে হাজী আমিন উর রশীদ ইয়াসিন ও চাঁদপুর-৩ আসনে ফরিদউদ্দিন আহমেদ মানিক, টাঙ্গাইল-২ আসনে লুৎফর রহমান আজাদ, ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ইঞ্জিনিয়ার মুসলিমউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে কাজী তাপস, ব্রাহ্মনবাড়িয়া-৬ আসনে আবদুল খালেক, কুমিল্লা-১০ আসনে মনিরুল হক চৌধুরী মনোনয়ন পেয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। সেখানে কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিসের বদলে মনোনয়ন পেয়েছেন ডা. এমএ মুহিত।