ইস্তামবুল, তুরস্ক, ২১ ডিসেম্বার, ২০১৮ঃ
বাংলাদেশের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রধান দু‘টি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)‘র অনেক নেতা কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক জুরিস্টস ইউনিয়ন। এরই প্রেক্ষিতে সংগঠনটি বাংলাদেশের ওই রাজনৈতিক দলের নেতা কর্মীদের গ্রেফতার না করা ও তাদের নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তুরস্কের ইস্তামবুল ভিত্তিক বিভিন্ন দেশের আইনজীবীদের একটি শক্তিশালী প্লাটফর্ম আন্তর্জাতিক জুরিস্টস ইউনিয়ন। সংগঠনের জেনারেল সেক্রেটারী এটর্নী এট ল’ নিসাটি সাইলান বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের জোর দাবী জানান। বিবৃতিতে তিনি বলেন , বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর সরকারের জুলুম নির্যাতন তারা পর্যবেক্ষন করে আসছেন। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনে নির্যাতনের পাশাপাশি সরকার প্রত্যক্ষভাবে বিরোধী প্রার্থীদের প্রচারণায় বাধা দিচ্ছে। এছাড়া প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন প্রার্থীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখার অনেক প্রচেষ্টা চালাচ্ছে সরকার । অথচ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশ গ্রহণ করার নিমিত্তে, তাঁদের প্রার্থীতা নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষণা করা হয়েছে।
আর্ন্ত্জাতিক জুরিস্টস ইউনিয়নের ওই বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি যে এই গ্রেপ্তার এবং নির্যাতন গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের বিরুদ্ধে হস্তক্ষেপ। বিশেষ করে আসন্ন ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগেই বিরোধী দলীয় নেতাকর্মী এবং সদস্যদের গ্রেফতার করা এবং জামায়াতে ইসলামিকে নির্বাচন থেকে বিরত রাখার প্রচেষ্টা মানবাধিকার ও আন্তর্জাতিক চুক্তির সার্বজনীন ঘোষণার বর্ণিত গণতান্ত্রিক অধিকারগুলির সুস্পষ্ট হস্তক্ষেপ। সারা বিশ্বের নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষার মানবাধিকারের সার্বজনীন ঘোষনাপত্রে স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। তাই ওই সনদ অনুযায়ী ঘোষণা এবং চুক্তিতে অধিকার ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বাংলাদেশের। আর এ কারনেই বাংলাদেশে বিরোধী দলীয় সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতাদের ও সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করার জোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক জুরিস্টস ইউনিয়ন। বিশেষ করে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে তারা। ( প্রেস বিজ্ঞপ্তি )
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে