এশিয়ান বাংলা ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে এক গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার দেশটির প্রেসিডেন্টের বাসভবনের একদম কাছেই এ হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব। দেশটির পুলিশ জানিয়েছে, এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৭ জঙ্গিকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে। অন্যদের ধরতে দেশব্যাপী সর্বাÍক অভিযান চালানো হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা।
আল-শাবাব প্রায়ই মোগাদিশুতে হামলা চালায়। জঙ্গি সংগঠনটি সোমালিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে চায়।
শনিবারের হামলা সম্পর্কে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম বলেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়িয়েছে। হাসপাতালে নেয়ার পরেও অনেকে মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। হতাহতের মধ্যে সাধারন নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ এ ঘটনার নিন্দা জানিয়ে একে কাপুরোষোচিত হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সোমালিয়ার জনগণের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।