এশিয়ান বাংলা, কুমিল্লা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর। সিইসির পদত্যাগ দাবি নতুন নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনিই পদত্যাগ করুন। ড. কামাল হোসেনের সিইসির পদত্যাগের দাবির জবাবে বুধবার কুমিল্লার চৌদ্দগ্রামের মিঞাবাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগ প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। কোনো দিন আমরা ষড়যন্ত্র করে, বন্দুকের নল উচিয়ে কখনও ক্ষমতায় আসিনি। যতবারই এসেছি জনগণের ভোটে। আপনারা নির্বাচনে আসেননি সেটা কী জনগণের অপরাধ, সেটা কী আমাদের অপরাধ? নির্বাচনে না এসে বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করেছেন। তাতে কী গণতন্ত্র থেমে থেকেছে? তিনি আরও বলেন, ড. কামাল হোসেন পুলিশকে বলেন, জানোয়ার, সাংবাদিকদের বলেন খামোশ।
এই যার আচরণ তা পাকিস্তানি, তার শ্বশুরবাড়ি পাকিস্তান, তার মানসিকতা পাকিস্তানি। তাই তার পাকিস্তান ফিরে যাওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিতে আপনার কোনো জায়গা নেই। তিনি ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে আরও বলেন, যার পদত্যাগ চাইলেন তার সঙ্গে কেন বৈঠক করতে গেলেন? ৩০ তারিখে মানুষ নৌকায় ভোট দেবে। কারণ, এই নৌকা এবং জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার সরকার। দেশে নৌকার বিকল্প হচ্ছে পেট্রোল বোমা, শিক্ষা প্রতিষ্ঠান পোড়ানো, বাস-ট্রাকে আগুন, মানুষ পুড়িয়ে মারা এবং সড়কের গাছ কেটে সড়ক অবরোধ করা। কাদের বলেন, তফসিল ঘোষণার পর আমরা ৫ জন নেতাকর্মীকে হারিয়েছি।
সমাবেশের প্রধান বক্তা রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় এবং বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস, বোমা ও নাশকতা বাড়ে। তাই এবারের নির্বাচনে দেশের জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করবে। চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার, কাশিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।