এশিয়ান বাংলা ডেস্ক : গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্তের রিপোর্ট প্রকাশ করাকে সবচেয়ে অবমাননাকর বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার সারাবিশ্বে খবর প্রকাশিত হয় যে, তিনি যখন এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমি’কে বরখাস্ত করেন তখন রাশিয়ার সঙ্গে তার দহরম মহরম থাকতে পারে এমন আশংকায় এফবিআইয়ের কর্মকর্তারা তদন্ত শুরু করেছিলেন। তারা তদন্ত করছিলেন যে, যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প কি রাশিয়ার সঙ্গে কাজ করছিলেন কিনা। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস সাবেক একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা ও ওই তদন্ত সম্পর্কে জানেন এমন একজনের উদ্ধৃতি দিয়ে ওই খবর প্রথম ফাঁস করে।
শনিবার ফক্স নিউজ চ্যানেলে এর জবাবে টেলিফোনে প্রতিক্রিয়া দেন ট্রাম্প। তার কাছে ফক্স নিউজের উপস্থাপক জেনিন পিরো জানতে চান, তিনি কি এখনও অথবা কখনো রাশিয়ার পক্ষে কাজ করেছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমাকে এ যাবত যত প্রশ্ন করা হয়েছে তার মধ্যে এটিই হলো সবচেয়ে অবমাননাকর। আমাকে নিয়ে সবচেয়ে অবমাননাকর রিপোর্ট লেখা হয়েছে।
এ সময় তিনি জানান, রাশিয়ার বিরুদ্ধে যে কঠোর অবস্থান তিনি নিয়েছেন,যুক্তরাষ্ট্রের আর কোনো প্রেসিডেন্ট তা করেন নি।