এশিয়ান বাংলা ডেস্ক : মেক্সিকোয় প্রত্নতাত্ত্বিকরা মায়া সভ্যতার নিদর্শনসমৃদ্ধ এমন একটি বদ্ধ গুহা আবিষ্কার করেছেন যেখানে মিলেছে বহু সিরামিক পণ্যের ধ্বংসাবশেষ। এক হাজার বছর ধরে পরিত্যক্ত গুহাটি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ব্যবহৃত হতো।
এসব নিদর্শন মায়া সভ্যতার বিষয়ে নতুন সূত্র উপস্থাপন করছে বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। গুহাটি বালামকু বা জাগুয়ার ঈশ্বরের নামে বলে মনে করছেন তারা। গুহাটিতে ১৫০ রকমের অত্যাশ্চর্য নিদর্শন রয়েছে। সোমবার মেক্সিকো সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব আবিষ্কারের ঘোষণা দেয়া হয়। অগোছালো থাকা সিরামিক পণ্যের মধ্যে রয়েছে অন্তত ২০০টি ধূপ বার্নার, পানির দেবতার বাহন, নকশাকৃত ফুলদানির মতো পাত্র, পেস্নট ইত্যাদি। সূত্র : ফক্স নিউজ