এশিয়ান বাংলা ডেস্ক : অন্যান্য অ্যালার্জির মতো চোখেও এলার্জি হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলা হয়। ধুলাবালি, সূক্ষ্ম ময়লা, রাসায়নিক পদার্থ বা খাবার থেকে চোখে এলার্জি হতে পারে।
চোখে এলার্জি হলে-চোখ লাল হয়ে যাওয়া, চোখে চুলকানি ও অনবরত পানি পড়া, চোখে খচখচ অনুভব হওয়া, চোখ ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ সমূহ দেখা যায়। এই সকল লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। পাশাপাশি চোখ সব সময় পরিষ্কার রাখতে হবে।
চোখ পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। চোখে ঘন ঘন হাত দেওয়া যাবে না। বাইরে গেলে চোখে যেন ধুলাবালি না যায় তার জন্য চশমা পরতে হবে। যে সব খাবারে এলার্জি হয় সেই সকল খাবার কয়েক দিন এড়িয়ে চলতে হবে। যাদের সব সময় চোখে এলার্জির সমস্যা হয় তাদের সচেতন থাকতে হবে।