প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে তার জনপ্রিয়তার হার দাঁড়ালো ৮০-তে। আর ৪১ শতাংশ মানুষ মনে করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবসময় সক্রিয় ছিলেন। তিনি সবচেয়ে সফল মন্ত্রী। ২৯ শতাংশের মতে, দ্বিতীয় সফল মন্ত্রী হলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে করা জরিপে এসব তথ্য উঠে এসেছে। নির্বাচনের আগেও এমন একটি জরিপ করা হয়েছিল।
জরিপে অংশগ্রহণকারী ৭৯ দশমিক ৭৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ছয় মাসের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনের আগের করা জরিপে এই হার ছিল ৭০।
‘কলরেডি’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান জরিপটি করেছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জরিপের ফল উপস্থাপন করেন সংগঠনের প্রধান গবেষক অধ্যাপক আবুল হাসনাৎ।
সরকারের সামনের চ্যালেঞ্জ কী, সে বিষয়ে জরিপের ফলাফল বলছে, সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্ধারিত সময়ে মেগা প্রকল্পের বাস্তবায়ন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২১ দশমিক ৬৮ শতাংশ মানুষ এমনটাই মনে করেন। এর বাইরে আছে অপরাধ নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন। মাত্র ৫ দশমিক শূন্য ১ শতাংশ মানুষ দুর্নীতি প্রতিরোধকে চ্যালেঞ্জ মনে করেন।
জরিপে দেখা গেছে, ৫৪ দশমিক ৯৮ শতাংশ মানুষ মনে করেন, সরকার আগের চেয়ে ভালো করছে। ৩৪ দশমিক ৩৪ শতাংশের মতে, সরকার আগে যা ছিল, এখনও তা-ই আছে। আর ১০ দশমিক ৬৮ শতাংশ মানুষ মনে করেন, সরকার আগের চেয়ে খারাপ বা খুব খারাপ করছে।
আবুল হাসনাৎ বলেন, জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা সরকারের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
গবেষণার বিষয়ে প্রধান গবেষক আবুল হাসনাৎ বলেন, গত ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত টেলিফোনের মাধ্যমে ১ হাজার ২৫৫ জনের সঙ্গে কথা বলেন তারা। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ এবং ২৪ শতাংশ নারী।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে