শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) উচ্চ পর্যায়ের সহযোগিতার একটি প্লাটফর্ম। এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এ প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে লাভবান হবে বলে আশা করেন তিনি।
আজ রোববার রাজধানীর হোটেল গার্ডেনিয়ায় আয়োজিত ‘বেল্ট এন্ড রোড: তুলনামূলক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শিল্পমন্ত্রী বলেন, আমরা বিআরআই-এ যোগ দিয়েছি। এর মাধ্যমে আমরা লাভবান হবো। এ উদ্যোগে যোগ দেয়ায় বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগসহ নানা বিষয়ে সহযোগিতা বাড়বে।
সম্মেলনে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, বাংলাদেশ যেকোনো ধরনের সামরিক জোটে যোগদান এড়িয়ে চলছে। তবে, নিজেদের স্বার্থরক্ষা করেই অন্য জোটে যোগদান করছি।
সেমিনারের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন চীনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, চীনের ইউনান অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক চেং মিন, ভারতের রির্সাচ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিসের মহাপরিচালক ড. শচীন চতুর্বেদী, সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মঞ্জুর ইলাহী, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।