দু’দিনের সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেয়ার আগে বৃহস্পতিবার তিনি এ সফরে পাকিস্তান ত্যাগ করেছেন বলে বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। এসব স্থানে তিনি জম্মু-কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ৫ই আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর থেকে তা কার্যত অচল হয়ে আছে। সব রকম যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে কোথাও কোথাও যোগাযোগ স্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ ইস্যুতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন ইমরান খান। এর অংশ হিসেবে কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে জানাতে এ মাসের শুরুর দিকে তিনি ফোন করেছিলেন ক্রাউন প্রিন্সকে। তিনি ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ক্রাউন প্রিন্সদের সঙ্গে। এর ফল হিসেবে এ মাসে ইসলামাবাদ সফরে আসেন ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা সাক্ষাত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এসব বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরা হয়।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে