অনেক জল্পনা কল্পনার পর সিলেটের রেজিস্টার মাঠে চলছে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিভাগীয় বিএনপির সমাবেশ। যদিও আজ সকাল পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। পরে সকাল সকাল সাড়ে ৯টায় সমাবেশের অনুমতি পায় দলটি।
এর পর থেকে সিলেট জেলা, মহানগর ও আশে পাশের জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন দলীয় নেতাকর্মীরা। দুপুরের আগেই পুরো সিলেট শহর লোকে লোকারণ্য হয়ে যায়। দুপুর দুইটার দিকে সমাবেশ শুরু হয়। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
এর আগে সকাল ১১ টায় সিলেটে এসে পৌঁছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় প্রতিনিধি দল। পরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল ও শাহপরাণ (র) মাজার জিয়ারত করেন।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে