সাবেক ফরাসি প্রেসিডেন্ট জাক শিরাক মারা গেছেন, যার সময়ে ইউরোপীয় একক মুদ্রা ব্যবস্থায় প্রবেশ করেছিল ফ্রান্স। তার পরিবারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে ৮৬ বছর বয়সে শিরাকের মৃত্যু হয়।
দুই মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা শিরাক বেশ কিছু প্রশাসনিক সংস্কার এনেছিলেন, যার একটি ছিল রাষ্ট্রপ্রধানের মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা। অবশ্য শেষ দিকে দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল।