পাকিস্তানের বিরুদ্ধে হুমকি বৃদ্ধি করছে ভারত। ইসলামাবাদের বিরুদ্ধে তারা যদি কোনো রকম ‘মিস অ্যাডভেঞ্চার’ বা অনাকাঙ্খিত পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি সেনাবাহিনী তাদের শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ। স্বেচ্ছা নির্বাসনে থাকা এই নেতা রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন। তিনি রোববার ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনো হামলা চালালে তার পাল্টা জবাব দেবে পাকিস্তান।
এ খবর দিয়ে অনলাইন জি নিউজ বলছে, দুবাই থেকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখছিলেন পারভেজ মোশাররফ। এ সময় তিনি বলেন, পাকিস্তানের শান্তির পক্ষে অবস্থান থাকলেও বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছে ভারত। (তাই এমন হামলা হলে) শেষ রক্তবিন্দু দিয়ে পাকিস্তানি জাতি ও সেনাবাহিনী লড়াই করবে। সম্ভবত কারগিল যুদ্ধের কথা ভুলে গিয়েছে ভারতের সেনাবাহিনী।
ভারতের বার্তা সংস্থা আইএএনএসের রিপোর্টে বলা হয়েছে, বিরল এক রোগে ভুগছেন মোশাররফ।