সিরিয়ায় মার্কিন সেনাদের অভিযানে চরমপন্থী সশস্ত্র গোষ্ঠি আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়েছে একথা।
সিরীয়ার স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামিরক সূত্র। ওই অভিযানে নিহতদের মধ্যে বাগদাদি রয়েছেন কি না সেটি নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক টেস্ট করা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা মনে করেন যে বাগদাদি আছেন নিহতদের মধ্যে।
সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’ তিনি এ নিয়ে শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছেন।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদির গোপন আস্তানায় যখন মার্কিন বাহিনী অভিযান চালায় তখন তিনি তার শরীরের বিস্ফোরক ভর্তি বেল্ট পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, সেটির বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে আত্মহত্যা করেছে আইএস নেতা আবু বকর আল বাগদাদি।