প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ-ভারত যুব বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন পেয়েছে। মঙ্গলবার অনুমোদিত ওই চুক্তির ফলে দুই দেশের যুব সম্প্রদায়ের মধ্যকার বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও ঘনিষ্ঠতার সূযোগ সৃষ্টি হলো। পেস ইনফরমেশন ব্যুরো অব ইন্ডিয়ার তথ্য মতে, ওই সমঝোতা স্মারকের আওতায় যুব ও তরুণ সম্প্রদায়ের মধ্যে বিভিন্নমুখি কর্মসুচি বিনিময় হবে। এসব কর্মসুচির মাধ্যমে তাদের পারস্পরিক আইডিয়া শেয়ার করা ছাড়াও মূল্যবোধ এবং সংস্কৃতির বিনিময় ঘটবে। এটা তরুণ ও যুবাদের আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে জ্ঞান এবং অভিজ্ঞতাও বাড়াবে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকটি সই হয়েছিল। ওই সফরের সিদ্ধান্ত মতে, ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপনে সহযোগিতায় পাশে থাকবে ভারত। দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশকে তার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার মনে করে।
দুই দেশের মধ্যকার বাণিজ্য বর্তমানে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কে নানা সময়ে নানান কারণে শীতলভাব বিরাজ করলেও এটি এখন একটি প্রাতিষ্ঠানিক বা কাঠামোবদ্ধ রূপ পেয়েছে, এটাকে ‘বিয়োন্ড ট্র্যাটেজিক রিলেশনশিপ’ হিসাবে বিবেচনা করে ঢাকা।