যে রাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে, সেই রাতেই ইরানের আরো একজন সিনিয়র সামরিক কর্মকর্তাকে টার্গেট করেছিল তারা। কিন্তু এতে সফল হয় নি যুক্তরাষ্ট্র। ওই ঘটনা সম্পর্কে জানেন যুক্তরাষ্ট্রের এমন একজন কর্মকর্তা ও আরেকটি সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, ইয়েমেনে ইরানের ওই কর্মকর্তাকে টার্গেট করা হয়েছিল। তবে এ মিশন এবং কিভাবে যুুক্তরাষ্ট্র ওই অভিযান পরিচালনা করেছিল সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন সূত্র। সিএনএনকে পেন্টাগনের মুখপাত্র কমোডর রেবেকা রেবারিচ এ সম্পর্কিত রিপোর্ট দেখেছেন বলে স্বীকার করেছেন। তবে বাড়তি তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। রেবেকা বলেছেন, ইয়েমেনে ২রা জানুয়ারি বিমান হামলার রিপোর্ট দেখেছি আমরা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো বিস্তারিত আলোচনা করতে চায় না।