থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরপূর্বে নাখন রাচসিমা (কোরাত নামেও পরিচিত) শহরে ও শহরের আশপাশে এক সৈন্যের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবারের এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে তারা।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি থাইকে জানান, জাক্রাফ্যান থম্মা নামের একজন জুনিয়র কর্মকর্তা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালান।
এরপর তিনি শহরটির একটি বৌদ্ধ মন্দিরে ও বিপণীবিতানে গুলিবর্ষণ করেন। সন্দেহভাজন এখনও পালিয়ে আছেন বলে জানান তিনি। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন একটি বিপণীবিতানের সমানে গাড়ি থেকে নেমে গুলি করছেন আর লোকজন পালানোর চেষ্টা করছে। ওই সন্দেহভাজন বিপণীবিতানের ভিতরে আছেন, এমন তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ বিপণীবিতান থেকে বের হওয়ার সবগুলো পথ বন্ধ করে দিয়ে তাকে ধরার চেষ্টা করছে বলে জানা গেছে।
সামাজিক মাধ্যমে আসা কয়েকটি পোস্টে বিপণীবিতানের কাছে গুলিবর্ষণের দৃশ্য প্রদর্শিত হয়েছে।